Air India Plane Crashed Over Doctors' Hostel (Photo Credits: X)

আহমেদাবাদ, ১৩ জুনঃ লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে আহমেদাবাদের মেঘানি নগরের বিজে মেডিকেল কলেজের ইউজি হোস্টেলের ক্যান্টিন। আধ খাওয়া পরিত্যক্ত প্লেট এখনও পড়ে রয়েছে খাওয়ার টেবিলের উপর। বিমানের ভাঙা অংশগুলো এখনও আটকে রয়েছে দেওয়ালের এদিক ওদিক।

বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের (Ahmedabad) ওই মেডিকেল কলেজের হোস্টেলের ছাদে আছড়ে পড়েছে এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমানটি। দুর্ঘটনার মুহূর্তে হোস্টেলের ক্যান্টিনে মধ্যাহ্নভোজন চলছিল। জুনিয়র ডাক্তাররা হৈহৈ করতে করতে খাওয়া দাওয়া করছিলেন। চলছিল গল্পগুজব। ঠিক এমন সময়ে মাথার উপর ভেঙে এসে পড়ে এয়ার ইন্দিয়ার যাত্রী বোঝাই মস্ত বিমান। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিমানে বিস্ফোরণ ঘটে। দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। হোস্টেলের ছাদের উপর আছড়ে পড়া বিমানের ছবি, ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

জীবনের শেষ খাওয়াটা অসম্পূর্ণ রয়ে গেল

আহমেদাবাদের মেঘানি নগরের বিজে মেডিকেল কলেজের ইউজি হোস্টেলের একদম উপরের তলাতেই ছিল ক্যান্টিন। দুপুরে লাঞ্চ ব্রেকের সময়ে মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা ক্যান্টিনে খাওয়াদাওয়া করছিলেন। আর তখনই ঘটে অঘটন। খেতে খেতেই মারা গিয়েছেন বহু চিকিৎসক। জীবনের শেষ খাওয়াটা অসম্পূর্ণ রয়ে গেল। আহত হয়েছেন বহু চিকিৎসক।

লণ্ডভণ্ড হয়ে পড়ে আহমেদাবাদের মেডিক্যাল কলেজের হোস্টেল

বৃহস্পতিবার দুপুর ১টা ১০ নাগাদ আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এয়ার ইন্ডিয়ার AI171 বিমানটি। বিমানে ছিলেন ২৪০ জন যাত্রী। ২ জন পাইলট এবং ১০ জন ক্রু সদস্য। টেক অফের কিছুক্ষণের মধ্যেই দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। মাত্র ৬২৫ ফুট উপরে উঠেই হোস্টেলের ছাদের উপর মুখ থুবড়ে পড়ে বিমানটি। ভয়াবহ বিস্ফোরণের সঙ্গে আগুন জ্বলে ওঠে। ঝলসে মৃত্যু হয়েছে বিমানের মধ্যে থাকা ২৪১ জনের। কেবল বেঁচে ফিরে এসেছেন একজন যাত্রী।