নয়াদিল্লিঃ সম্প্রতি গুজরাটের(Gujarat) আমেদাবাদে(Ahmedabad) ঘটে গিয়েছে একটি হাড়হিম করা ঘটনা। সরকারি প্রকল্পের(Government Scheme)হাতানোর লোভে জোর করে অ্যাঞ্জিওপ্লাস্টি করানোর অভিযোগ উঠেছে হাসপাতালের বিরুদ্ধে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ২ রোগীর। আইসিউতে ভর্তি ৫ জন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে আমদেবাদের খায়াত মাল্টি স্পেশালিটি হাসপাতালে। ওই হাসপাতালের তরফে কাদির বোরিসানা গ্রামে একটি স্বাস্থ্যকেন্দ্রের আয়োজন করা হয়। সেখানেই রোগীদের পর্যবেক্ষণের পর, ১৯ জনকে অ্যাঞ্জিওপ্লাস্টি করার পরামর্শ দেওয়া হয়। চিকিৎসকদের কথামতো হাসপাতালে আসেন ওই রোগীরা। এরপর একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁদের মধ্যে ৭ জনের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। আর এই অস্ত্রোপচারের পরই ঘটে যত বিপত্তি। মৃত্যু হয় ২ রোগীর। বাকিদের শারীরিক অবস্থার ক্রমে অবনতি হতে শুরু করে। রোগীদের পরিবারের অভিযোগ, স্টেন্ট বসানোর পরই এই ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, মৃত্যুর খবর রোগীর পরিবারকে জানানোই হয়নি প্রথমে। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। হাসপাতালে চলে ভাঙচুর। আর এরপরই নড়েচড়ে বসে আমেদাবাদ প্রশাসন। হাসপাতালে পৌঁছন স্বাস্থ্য বিভাগের প্রধান ডাঃ ভাবিন সোলাঙ্কি, স্থায়ী কমিটির চেয়ারম্যান দেবাং দানি এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী নিতিন প্যাটেল।
সরকারি প্রকল্পের টাকার লোভে জোর করে অস্ত্রপচার, মৃত্যু ২ রোগীর
#Gujarat #Ahmedabad Khyat Multi Speciality Hospital debarred from PM JAY scheme after death of 2 patients from Kadi and illegally implanting stents in other patients pic.twitter.com/PHiil2eCmZ
— GujaratHeadline News (@GujaratHeadline) November 13, 2024