নতুন দিল্লি, ১৬ মে: লোকসভা নির্বাচনের এক বছর আগে মার্কিন মুলুকে দ্বৈরথে নরেন্দ্র মোদী (Narendra Modi)-রাহুল গান্ধী (Rahul Gandhi)। আগামী ২২ জুন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে ৩১ মে দশ দিনের সফরে আমেরিকায় যাচ্ছেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। আগামী ৪ জুন, নিউ ইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ৫ হাজার ভারতীয় বংশোদ্ভূতদের সামনে নিজের বক্তব্য রাখবেন রাহুল গান্ধী। মার্কিন সফরে স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় যোগ দিতে ওয়াশিংটন ও ক্য়ালিফোর্নিয়ায় যাবেন রাহুল।
রাহুলের সফরের পর ২২ জুন আমেরিকায় প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে হোয়াইটহাউসে যাচ্ছেন মোদী। আরও পড়ুন-ঝড় ও বৃষ্টি থেকে সন্তানকে রক্ষার মরিয়া চেষ্টা মা বাঁদরের, দেখুন মাতৃদিবসে পোস্ট হওয়া হৃদয়স্পর্শী ভিডিয়ো
দেখুন টুইট
Ahead of PM #NarendraModi's state visit to #UnitedStates on June 22, #Congress leader #RahulGandhi will be visiting the country for a week at the end of this month during which he will attend several programmes. pic.twitter.com/Y5EvWO1RD3
— IANS (@ians_india) May 16, 2023
মার্কিন মুলুকে রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন রাহুল। চলতি বছর মার্চে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখনে রাহুল। যা নিয়ে একদিকে তিনি দারুণ প্রশংসিত হন, অন্যদিকে তাঁর জোর সমালোচনা করা হয়।