Gold Price: আগামীকাল ধনতেরাস (Dhanteras)। ১৮ অক্টোবর গোটা দেশ জুড়ে ধনতেরাস পালন করা হবে। ধনতেরাসে সোনার গয়না কেনার (Gold) চল রয়েছে বহুল পরিমাণে। কিন্তু সোনার দাম যে হারে বাড়ছে, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের অনেকেই সোনার দোকান এড়িয়ে যাচ্ছেন। সোনার পাশাপাশি রুপোর দামও বাড়ছে সমানভাবে।
ধনতেরাসের আগের দিন সোনার দাম কত বাড়ছে না কমছে, তা নিয়ে সাধারণ মানুষের মাথা ব্যাথা সব সময়। সোনার দাম কি আজ গায়ে ছ্যাঁকা দিচ্ছে, তা দেখে নিন।
দেখুন কলকাতায় আজ সোনার রেকর্ড দাম কত
কলকাতায় আজ ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ১,২১,৭০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট অনুযায়ী ১০ গ্রাম সোনার দাম আজ ১,৩২,৭৭০ টাকা।
পাকা সোনা ১০ গ্রাম কিনলে, আজ তার দাম ১,২৮,৭৭০ টাকা।
অর্থাৎ ধনতেরাসের আগে সোনার দাম তো কমলই না, উলটে হু হু করে বেড়ে চলেছে ক্রমাগত। কলকাতায় সোনার যে উচ্চ মূল্য আজ ধার্য করা হয়েছে, তার সঙ্গে সংযুক্ত হবে তৈরির চার্জ বা মেকিং চার্জ।