লোকসভা নির্বাচনে মথুরা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অভিনেত্রী হেমা মালিনী (Hema Malini)। প্রচারের জন্য বিভিন্ন প্রান্তে যাচ্ছেন তিনি। বাদ নেই তাঁর দুই কন্যাও। হেমা মালিনীর দুই মেয়ে অহনা দেওল (Ahana Deol) এবং ইশা দেওলকে (Isha Deol) শনিবার দেখা গেল মথুরার এসজিএম কলেজে। মূলত তাঁরা প্রথমবার যাঁরা ভোট দেবেন তাঁদের কাছে বিজেপির হয়ে প্রচার করতে গিয়েছিলেন হেমা কন্যারা।

প্রচার শেষে অহনা দেওল বলেন, এখানকার যুবসমাজ জানে কারা তাঁদের জন্য উন্নয়ন করবে। বিগত ৫ বছরে বিজেপি এই এলাকায় যা উন্নয়ন করেছে সেই দেখে আগামী ৫ বছরের জন্য আমার মাকেই নির্বাচিত করবে বলে আমাদের বিশ্বাস। এদের কাছে এই নির্বাচনে কী কর্তব্য রয়েছে তা নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল।

প্রসঙ্গত, শিক্ষাক্ষেত্রে এভাবে নির্বাচনী প্রচার করা নিয়ে অবশ্য বিরোধীরা সমালোচনা শুরু করেছে। এর আগে বিজেপি প্রার্থী হেমা মালিনী গম চাষ করার ছবি পোস্ট করায় মশকরা শুরু করেছিল বিরোধীরা। এবার তাঁর মেয়েদের কীর্তি দেখে বিরোধী শিবির কেমন প্রতিক্রিয়া দেয়, এখন সেটাই দেখার।