ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে প্রহৃত হলেন বছর ৩০ এর এক মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রায়। অভিযোগ, গত সপ্তাহে ইভটিজিং করার জন্য ২ জনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলন তিনি। তার ঠিক কিছুদিন পর ২ জন ব্যক্তি সহ মোট ১৩ জন এসে তার বাড়িতে ঢুকে মারধর করে এবং তার পরিবারের লোকজনদের হেনস্থা করে বলে অভিযোগ।
তাছাড়া এই বিষয়ে পুলিশে খবর দিলে পুরো পরিবারকে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্তরা। আগ্রার তাজগঞ্জ পুলিশ স্টেশনে ১৩ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। ঘটনায় অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
#Agra: A 30-year-old woman was allegedly beaten and stripped by a group of men after she resisted eve-teasing.
An FIR has been registered at the Tajganj police station against 13 accused under various IPC sections including rioting. pic.twitter.com/mVUEm1TYDx
— IANS (@ians_india) March 13, 2023