দিল্লি, ২৪ জুন: অগ্নিপথ (Agnipath) প্রকল্প নিয়ে গোটা দেশের বিভিন্ন অংশে বিক্ষোভ শুরু হয়েছে। অগ্নিপথ প্রকল্প নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মত পোষণ করা হচ্ছে। যদিও অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্র পিছু হঠতে নারাজ বলেই জানানো হয়েছে। এসবের মধ্যে এবার অগ্নিপথ প্রকল্প নিয়ে মুখ খুললেন বরুণ গান্ধী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে অগ্নিপথ প্রকল্প এবং অগ্নিবীরদের নিয়ে মুখ খোলেন বরুণ গান্ধী (Varun Gandhi)।
বিজেপি সাংসদ বরুণ গান্ধী ট্যুইট করে জানান, অগ্নিবীররা যদি পেনশনের আওতায় না পড়েন, তাহলে তাঁদের কীসের সুবিধা। শুধু তাই নয়, চার বছর দেশের জন্য কাজ করে অগ্নিবীররা যদি কেন্দ্রের পেনশনের আওতায় না আসেন, তাহলে তিনি তাঁর নিজের অবসরকালীন অর্থ দিতে চান।
আরও পড়ুন: Sushmita Sen: ভাঙছে ঘর! সুস্মিতা সেনের বাড়িতে ভাঙন, শোরগোল
अल्पावधि की सेवा करने वाले अग्निवीर पेंशन के हकदार नही हैं तो जनप्रतिनिधियों को यह ‘सहूलियत’ क्यूँ?
राष्ट्ररक्षकों को पेन्शन का अधिकार नही है तो मैं भी खुद की पेन्शन छोड़ने को तैयार हूँ।
क्या हम विधायक/सांसद अपनी पेन्शन छोड़ यह नही सुनिश्चित कर सकते कि अग्निवीरों को पेंशन मिले?
— Varun Gandhi (@varungandhi80) June 24, 2022
পাশাপাশি অগ্নিবীরদের জন্য সমস্ত সাংসদ এবং বিধায়করা কি নিজেদের অবসরকালীন অর্থ দিতে পারেন না বলেও প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ।