Sushmita Sen: ভাঙছে ঘর! সুস্মিতা সেনের বাড়িতে ভাঙন, শোরগোল
Sushmita Sen, Rajeev Sen, Charu Asopa (Photo Credit: Instagram)

মুম্বই, ২৪ জুন:  ফের বিচ্ছেদ বলিউডে। এবার বিয়ে ভাঙতে আদালতের দ্বারস্থ সুস্মিতা সেনের (Sushmita Sen) ভাই রাজীব সেন এবং অভিনেত্রী চারু আসোপা। মেয়ের জন্মের সাত মাসের মাথায় রাজীব সেন (Rajeev Sen) এবং চারু আসোপা (Charu Asopa) আদালতের দ্বারস্থ আলাদা হতে।  তবে চারু আসোপা কিংবা রাজীব সেনের তরফে এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

প্রসঙ্গত মেয়ের জন্মের পর একসঙ্গে হোলি উদযাপন করেন রাজীব এবং চারু।  তবে রঙের উৎসবের পর থেকে তাঁদের মধ্যে অশান্তি শুরু হয় বলে খবর।  এরপরই দুজন আলাদা থাকার সিদ্ধান্ত নেন বলে জানা যায়।  প্রসঙ্গত, এর আগেও একবার রাজীব সেন এবং চারু আসোপার বিচ্ছেদের খবর ছড়ায়।  তাঁরা দুজনে পৃথক থাকতেও শুরু করেন।  তবে ওই সময় অশান্তি আদালত পর্যন্ত পৌঁছয়নি।  এবার রাজীব সেনের সঙ্গে চারু আসোপার অশান্তি আদাত পর্যন্ত পৌঁছে যায়।

আরও পড়ুন:  Urfi Javed: বিদ্যুতের তার জড়িয়ে শরীর ঢাকলেন ঊরফি জাভেদ, দেখুন

সুস্মিতা সেন এবং রোহমান শলেরও বিচ্ছেদ হয়ে যায় সম্প্রতি।  রোহমানের সঙ্গে সম্পর্ক ভাঙলেও দুজন একে অপরের ভাল বন্ধু বলে জানান জানান। সম্প্রতি সুস্মিতা সেনের পারিবারিকঅনুষ্ঠানেও দেখা যায় রোহমান শলকে।