দিল্লি, ১৪ জুলাই: এবার যমুনা নদী (Yamuna River) থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। দিল্লির (Delhi) সিগনেচার ব্রিজের (Signature Bridge) কাছে নদীর জল থেকে তোলা হয় ওই যুবকের মৃতদেহ। কী কারণে ওই যুবকের মৃত্যু হয়, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে যমুনা নদীতে আরও জোর কদমে শুরু হয়েছে উদ্ধার কাজ। নদীর জলে আর কিছু ভেসে ওঠে কি না, তা নিয়ে চলছে জোর তল্লাশি।
সিগনেচার ব্রিজের কাছ থেকে উদ্ধার করা হয় ওই যুবকের মৃতদেহ...
Delhi | A call of a boy drowning in Yamuna near Signature Bridge has been received. Rescue operation underway. More details awaited: Delhi Police
— ANI (@ANI) July 14, 2025
রবিবার সিগনেচার ব্রিজের কাছে যমুনা নদী থেকে মেলে ত্রিপুরার মেয়ে স্নেহা দেবনাথের (Sneha Debnath) মৃতদেহ। স্নেহা গত ৭ জুলাই থেকে নিখোঁজ হয়ে যান। বাড়িতে ভোর ৫.৫৬ মিনিটে কথা বলার পর স্নেহার মোবাইল বন্ধ হয়ে যায় সকাল ৮টার কিছু পরে। তারপর থেকে স্নেহার সঙ্গে বাড়ির লোক যোগাযোগ করতে পারেননি। অবশেষে রবিবার যমুনা নদী থেকে স্নেহা দেবনাথের দেহ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, স্নেহা যে বন্ধুর সঙ্গে গিয়েছিলেন বলে মাকে জানান, সেই তরুণী জানান, তাঁর সঙ্গে ৭ জুলাই দেখাই হয়নি ত্রিপুরার ওই ১৯ বছরের ছাত্রীর। এরপর স্নেহাকে যে ক্যাব চালক সিগনেচার ব্রিজে নিয়ে যান, তাঁর সঙ্গে পুলিশ যোগাযোগ করে। তিনিও জানান, স্নেহাকে তিনি ব্রিজের উপরই নামিয়েছিলেন ৭ জুলাই। তারপর স্নেহা কোথায় যান, সে বিষয়ে কোনও তথ্য ক্যাব চালক দিতে পারেননি। ফলে ধোঁয়াশা ছড়াচ্ছে। স্নেহা দেবনাথের বিষয়টি নিয়ে পুলিশ জোর কদমে তদন্ত শুরু করেছে।
স্নেহার রহস্যজনক মৃত্যু নিয়ে ধোঁয়াশার মাঝে এবার সিগনেচার ব্রিজের কাছ থেকে যমুনায় ভেসে ওঠে আরও এক মৃত যুবকের মৃতদেহ।