Mamta Kulkarni (Photo Credits: X)

দিল্লি, ১৪ ফেব্রুয়ারি: মহামণ্ডলেশ্বর (Mahamandaleshwar) পদ থেকে ইস্তফা দেওয়ার পর ফের কিন্নর আঁখড়ায় যোগ দিলেন মমতা কুলকার্নি (Mamta Kulkarni)। নতুন করে কিন্নর আঁখড়ায় যোগ দেওয়ার পর প্রাক্তন অভিনেত্রী বলেন,তাঁর ইস্তফা পত্র গ্রহণ করা হয়নি। ফলে তিনি ফের কিন্নর আঁখড়ায় যোগ দিয়েছেন। কিন্নর আঁখড়ায় যোগ দিয়ে মমতা কুলকার্নি বলেন, লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীর কাছে তিনি কৃতজ্ঞ। পাশাপাশি লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীও মমতা কুলকার্নির প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, মমতাকে মানুষ মনে রাখবে তাঁর কাজের জন্য।

প্রসঙ্গত কিন্নর আঁখড়ার লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী মমতা কুলকার্নির অভিষেক করান মহাকুম্ভে। ওই সময় লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীর হাতে ধরে কিন্নর আঁখড়ায় যোগ দেন প্রাক্তন অভিনেত্রী। যা নিয়ে বিতর্ক শুরু হতেই  মহামণ্ডলেশ্বর পদ থেকে মমতা কুলকার্নিকে সরানো হয়। মমতার পদ নিয়ে বিতর্ক দানা বাঁধতেই শোনা যায়,  শাস্তির খাঁড়া নেমে আসে লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীর উপরও।

ফলে বিতর্ক দানা বাঁধতেই স্বইচ্ছায় নিজের পদ থেকে সরে যান মমতা কুলকার্নি। বলিউডের প্রাক্তন অভিনেত্রী ওই সময় জানান, কিন্নর আঁখড়ার মহামণ্ডলেশ্বর পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। ছোট থেকেই তিনি সাধ্বী। তাই জীবনভর তিনি সাধ্বী থাকবেন বলে নিজের বক্তব্যে বলতে শোনা যায় প্রাক্তন অভিনেত্রীকে। ওই ঘটনার ৩ দিনের মধ্যেই ফের কিন্নর আঁখড়ায় যোগ দেন মমতা কুলকার্নি।