শ্রীনগর, ২৫ এপ্রিল: কাশ্মীরে (Jammu And Kashmir) শুরু হয়েছে জঙ্গি নিকেশ অভিযান। এবার কাঠুয়ায় জঙ্গি নিকেশ অভিযান শুরু করল সেনা বাহিনী। কাঠুয়ার (Kathua) একাধিক জায়গায় হানা দিয়ে জঙ্গিদের আস্তানা, গোপণ ডেরা খুঁজে বের করার চেষ্টা করছে সেনা বাহিনী। প্রসঙ্গত জম্মু কাশ্মীরের কাঠুয়ার (Kathua) জঙ্গল, পাহাড়ে অনেক সময় লুকিয়ে থাকে জঙ্গিরা। এবার কাঠুয়া তন্ন তন্ন করে খুঁজে জঙ্গিদের খতম করার চেষ্টা শুরু করছে ভারতীয় সেনা।
পহেলগামে (Pahalgam Terrorist Attack) জঙ্গি হামলার পর থেকে কখনও বন্দিরোপারা আবার কখনও কাঠুয়া কখনও পুলওয়ামা, কাশ্মীরের একাধিক জায়গায় নাশকতার চক্র ভাঙার কাজ শুরু করেছে সেনা। এবার সেই তালিকায় যুক্ত হল কাঠুয়ার নাম। কাঠুয়ায় শুক্রবার সকাল থেকেই সেনা বাহিনীর জোরদার তল্লাশু শুরু করেছে।
কাঠুয়ায় চলছে জঙ্গি নিধন অভিযান...
#BreakingNews | Massive anti-terror operations underway in Kathua, Jammu and Kashmir@TejinderSsodhi shares more details#PahalgamTerroristAttack #JammuAndKashmir | @GrihaAtul pic.twitter.com/lffw1QZ0ko
— News18 (@CNNnews18) April 25, 2025
গত মঙ্গলবার (২২ এপ্রিল) পহেলগামে হামলা চালায় জঙ্গিরা। সেনার পোশাক পরে বৈসরণে থাকা পর্যটকদের উপর গুলি বর্ষণ শুরু করে লস্কর-ই-তইবার জঙ্গিরা। যার জেরে ২৬ জনের প্রাণ যায়। জঙ্গিদের নির্বিচারে গুলি তালানোর জেরে যে ২৬ জনের প্রাণ যায়, তা নিয়ে ক্ষোভ প্রকাশ শুরু করেছেন মানুষ। কোনওভাবে যাতে জঙ্গিদের ছাড়া না হয়, তার দাবি জানাচ্ছেন দেশের সাধারণ মানুষ।
ফলে বুধবার রাতে প্রধানমন্ত্রী বাসভবনে উচ্চ পর্যায়ের সিসিএস বৈঠক যেমন বসে, তেমনি বৃহস্পতি রাতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় পহেলগাম হামলায় জড়িত এক স্থানীয় জঙ্গি আসিফ শেখের বাড়ি।
পাশাপাশি জঙ্গিদের খতম করায় গোটা দেশ একজোট হয়ে লড়বে। কোনও রকমের আপোষ করবে না। এমন মন্তব্য করতে শোনা যায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকেও। সবকিছু মিলিয়ে পহেলগামে নীরিহ প্রাণ চলে যাও.য়ার পর থেকেই কাশ্মীর জুড়ে জঙ্গি নিকেষ অভিযান শুরু করা হয়েছে মোদী সরকারের তরফে।