আজ থেকে চলবে দিল্লি মেট্রো (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ৭ সেপ্টেম্বর: দেশজুড়ে করোনাভাইরাস লকডাউনের (COVID-19 Lockdown) কারণে টানা ১৬৯ দিন বন্ধ থাকার পর আজ সোমবার থেকে পুনরায় চালু হচ্ছে দিল্লির মেট্রোরেল পরিষেবা। এই প্রসঙ্গে দিল্লি ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার অতুল কাটিয়ার বলেছেন, “ভিড় নিয়ন্ত্রণের জন্য এবং মানুষ যাতে মাস্ক পরে, সামাজিক দূরত্ব বিধি মেনে চলে, তা দেখার জন্য প্রত্যেক মেট্রো স্টেশনে আমরা পুলিশ মোতায়েন করেছি।” ধাপে ধাপে মেট্রো চলতে শুরু করবে। প্রথমে ইয়োলো লাইনে চলবে মেট্রো। এরফলে সময়পুর বাদলি থেকে গুরুগ্রামের হুদা সিটিসেন্টার পর্যন্ত যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। সকাল সাতটা ও বেলা একটা এবং বিকেল চারটে ও রাত আটটা, এই দুটি শিফটে চলবে মেট্রো।

হুদা  সিটিসেন্টার মেট্রো স্টেশনের ছবি

ভিড় নিয়ন্ত্রণে মেট্রো স্টেশনে মোতায়েন পুলিশকর্মী

এরপর ধীরে ধীরে রাজধানীর অন্যান্য গন্তব্যেও চলবে মেট্রো। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে ডিএমআরসি প্রোটোকল বলবৎ করেছেন। যাত্রীরা যে ব্যাগ নিয়ে মেট্রো স্টেশনে ঢুকবেন, তা-ও জীবাণুনাশক করবেন মেট্রোরেলের কর্মীরা। এমনই নির্দেশিকা জারি হয়েছে।