Atiq Ahmed (Photo Credit: IANS)

প্রয়াগরাজ, ৪ মে: আতিক আহমেদের (Atiq Ahmed) খুনের পর এবার নিহত গ্যাংস্টারের আইনজীবীর বাড়ি থেকে উদ্ধার হল অস্ত্র। উত্তরপ্রদেশের নিহত গ্যাংস্টার আতিক আহমেদের আইনজীবী খান সউলত হানিফের বাড়ি থেকে উদ্ধার করা হয় পিস্তল এবং বেশ কিছু গুলি। এরপরই আতিক আহমেদের আইনজীবী খান সউলত হানিফকে গ্রেফতার করা হয় অস্ত্র আইনে। উমেশ পাল হত্যাকাণ্ডে  মূল অভিযুক্ত আতিক আহমেদ এবং তার ভাই  আশরফকে প্রকাশ্যে খুন করা হয়। পুলিশ এবং সংবাদমাধ্যমের সামনেই গুলি করা হয় আতিক এবং আশরফকে খুন করা হয়। যা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা উত্তরপ্রদেশ জুড়ে।

প্রসঙ্গত আতিক আহমেদ খুনের ক.য়েক ঘণ্টা আগে তার ছেলে আসাদের এনকাউন্টার  করে পুলিশ। আসাদ এবং তার সঙ্গীকে ঝাঁসিকে এনকাউন্টার করা হয় উত্তরপ্রদেশ পুলিশের তরফে। যে ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আতিক আহমেদ এবং আশরফকে খুন করা হয় প্রকাশ্যে।