Air India Boeing 787 Dreamliner. (Photo Credits: X@AFP/ANI)

Ahmedabad Plane Crash: আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় সবাই মারা গেলেও, অলৌকিকভাবে বেঁচে যান এক যাত্রী। আমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের ৩০ সেকেন্ড পরেই এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার ভেঙে মারা যান ২৪১ জন যাত্রীর মধ্যে ২৪০ জন। কিন্তু একজন, হ্যাঁ একজন অবিশ্বাস্যভাবে বেঁচে যান। তিনি প্রবাসী ভারতীয় থেকে পরে ব্রিটেনের নাগরিক হওয়া বিশ্বাসকুমার রমেশ। এয়ার ইন্ডিয়ার সেই অভিশপ্ত বিমানের একমাত্র যাত্রী যিনি বেঁচে ফেরেন। সেই বিমান টেকঅফের পর সবাই মারা গেলেও অবিশ্বাস্যভাবে বেঁচে যান বিশ্বাসকুমার। আমেদাবাদের হাসপাতালে ভর্তি বিশ্বাসকুমারকে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টেক-অফের ৩০ সেকেন্ড পরেই ভেঙে পড়েছিল বিমানটি। সেই বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানের ১১এ- (Air India Flight AI171) উইন্ডো সিটে বসেছিলেন বিশ্বাস। সেই আসনটি সাধারণ যাত্রীদের মধ্যে সবার আগে থাকে।

দেখুন কীভাবে দুর্ঘটনার পর হেঁটে ফিরছেন বিশ্বাসকুমার

সেই আসনের ঠিক আগেই দাঁড়িয়ে থাকেন কেবিন অ্য়াটেনডন্ট বা বিমান সেবিকারা। সব যাত্রীরা মারা গেলেও ১১এ আসনে বসে থাকা বিশ্বাসকুমার কীভাবে বাঁচলেন তা এক কথায় অবিশ্বাস্য বলছেন বিশেষজ্ঞরা। বেশিরভাগ বিমান দুর্ঘটনায় দেখা যায়, মাঝের আসনে উইন্ডো সিট তুলনায় নিরাপদ। কিন্তু এক্ষেত্রে হল সবার আগের আসনটি। বিমানটি ভেঙে পড়া পর বিশ্বাসকুমার বিমানের জানলা থেকে ঝাঁপ দিয়েছিলেন বলে শোনা যাচ্ছে।

দেখুন ঠিক কোন আসনে বসেছিলেন বিশ্বাসকুমার

বিমান সফরের সময় কোন আসনটি সবচেয়ে নিরাপদ

বিমান সফরের সময় কোনও আসনটি সবচেয়ে নিরাপদ তা নিয়ে নানা তত্ত্ব আছে। বিমানের নিরাপদতম আসনের গবেষণায় এবার নিশ্চই ১১এ আসনটি নিয়ে জোর গবেষণা চলবে। বিশ্বাস-এর অবিশ্বাস্য প্রাণে বাঁচা সব জীবনের লড়াইয়ের বিশ্বাসকে যেন জিতিয়ে দিচ্ছে।