Photo Credit ANI

আফগানিস্তানের মাটিকে সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করা যাবে না। বিশেষ করে যেসমস্ত সন্ত্রাসবাদী সংগঠনকে নিষিদ্ধ ঘোষনা করেছে ইউনাইটেড নেশনসের নিরাপত্তা পরিষদ।  বৃহস্পতিবার চাঁচাছোলা ভাষায় পাকিস্তানকে আক্রমন শানাল ভারত।

আফগানিস্তান নিয়ে ইউএনএ সিকিউরিটি কাউন্সিলের মিটিংয়ে ভারতের তরফ থেকে এই মন্তব্য করেন রুচিরা কম্বোজ । এছাড়া আফগানিস্তানে সাধারন মানুষের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। এর পাশাপাশি ভারতের তরফে আফগানিস্তানকে গত বছর যে সাহায্য করা হয়েছে তাও এই আলোচনা সভায় তুলে ধরেন তিনি।

ইউনাইটেড নেশনশের আর্জিতে ভারত সাড়া দিয়েছে এবং আফগানিস্তানকে ৪০ হাজার মেট্রিক টন গম, ৬৫ টন ওযুধ সামগ্রী এবং ২৮ টন অন্যান্য সামগ্রীও পাঠানো হয়েছে। এছাড়া আফগানিস্তানের উন্নতির জন্য সেক্রেটারি জেনারেলের সঙ্গে কাজ করতেও আগ্রহী ভারত বলে জানিয়েছেন রুচিরা। আফগানিস্তানে সাধারন ক্ষেত্রে মহিলাদের সরিয়ে নেওয়ার বিষয়টিও খুব গম্ভীর বলে জানিয়েছেন তিনি।

দেশটির ভবিয্যতের জন্য মহিলা ও সংখ্যালঘুদের একত্রিতকরন জরুরী এবং তাদের অধিকার যথাযথভাবে রক্ষিত হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।