Afghan Boy (Photo Credit: X)

দিল্লি, ২৩ সেপ্টেম্বর: কাবুল (Kabul) থেকে বিমান ধরে দিল্লিতে (Delhi) চলে এল আফগানিস্তানের (Afghanistan) এক কিশোর। ১৩ বছর বয়সী ওই কিশোরকে দেখা যায় কাবুল থেকে বিমান ধরে দিল্লিতে হাজির হতে। দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে KAM এয়ারের একটি বিমান হাজির হতেই, সেখান থেকে উদ্ধার করা হয় ওই কিশোরকে। ১৩ বছর বয়সী ওই কিশোর (Afghan Boy) কীভাবে বিমানের চাকার আড়ালে লুকিয়ে দিল্লিতে চলে এল, তা কার্য অবিশ্বাস্য।

রবিবার কাবুলের হামিজ কারজ়াই বিমানবন্দর থেকে দিল্লিতে এসে পৌঁছয় KAM এয়ারের বিমানটি ৯৪ মিনিটের মাথায়। আর ওই ৯৪ মিনিট ধরে বিমানে লুকিয়ে থেকে আফগান কিশোর হাজির হয় ভারতে।

রবিবার কাবুল বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে উড়ান ওড়ার পর প্রায় ২ ঘণ্টা লুকিয়ে ছিল আফগানিস্তানের ওই কিশোর। বিমানে লুকিয়ে থেকে দিল্লিতে হাজির হয় ওই কিশোর। যা দেখে চোখ কপালে ওঠে প্রত্যেকের।

আরও পড়ুন: Hamas Cruelty: ইজরায়েলকে সাহায্যের অভিযোগ, ৩ প্যালেস্তিনীয়র চোখ বেধে নির্মম হত্যা হামাসের, শিউরে উঠল গোটা বিশ্ব

আফগানিস্তান থেকে দিল্লিতে এসে পৌঁছয় আফগান কিশোর...

 

দিল্লিতে  KAM এয়ারের বিমানটি এসে পৌঁছতেই রানওয়েতে একটি কিশোরকে ঘোরাফেরা করতে দেখা যায় বলে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়। তারপর তাকে হেফাজতে নেওয়া হলে সামনে আসে তার বাড়ির ঠিকানা। ওই আফগান কিশোর জানায়, কুন্ডুজ় শহরের বাসিন্দা সে।

তবে ভারত সম্পর্কে আগ্রহ থেকেই ওই কিশোর দিল্লির বিমানে উঠে পড়ে এবং এসে পৌঁছয় রাজধানী শহরে। সমস্ত জিজ্ঞাসাবাদের পর ওই আফগান কিশোরকে একই বিমানে করে কাবুলে ফেরৎ পাঠানো হয় বলে খবর।