Aero India 2023 Photo Credit: Youtube@Narendra Modi

আজ থেকে শুরু হচ্ছে ১৪ তম  Aero India Show। বেঙ্গালুরুর ইয়েলহাঙ্কা বায়ুসেনা ঘাঁটি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছেনপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত বায়ুসেনার শক্তিবৃদ্ধি করতে এই Air Show ও প্রদর্শনীর আয়োজন করছে প্রতিরক্ষা মন্ত্রক। ভবিষ্যতে কী কী অস্ত্র পাবে বায়ুসেনা, তারই এক ঝলক দেখা যাবে এই শো-তে। এবারের অনুষ্ঠানে সবচেয়ে বড় আকর্ষণ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি Archer-NG Drone-কে ঘিরে। প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO-র তৈরি এই ড্রোন প্রায় ৩০০ কেজি বিস্ফোরক বা অস্ত্র বহনে সক্ষম। প্রায় ২২ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে এই ড্রোন। একটানা ১২ ঘণ্টা উড়ে ২২০ কিমি পাড়ি দেওয়ার ক্ষমতা রয়েছে Archer-NG ড্রোনের। সূত্রের খবর, চলতি বছরের জুন-জুলাইতেই পরীক্ষা শুরু হয়ে যাবে এই ড্রোনের। এটি ছাড়াও Tapas-BH ড্রোনও থাকবে এবারের Aero India-র প্রদর্শনীতে। প্রায় ২৮ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে এই ড্রোন। তবে Archer-র মতো এটি অস্ত্র বহনে সক্ষম নয়। প্রসঙ্গত, বর্তমানে ভারতের তিন সেনার হাতেই কোনও অস্ত্র বহনে সক্ষম ড্রোন নেই। এই ধরনের ড্রোন ব্যবহার করে চিন ও পাকিস্তান। সেই কারণেই দ্রুত এই ড্রোন হাতে পেতে চাইছে সেনার তিন বিভাগ।

এক ক্লিকে দেখে নিন অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার-