দিল্লি, ১৩ ডিসেম্বর: পিএম কেয়ারস ফান্ড (PM Cares Fund) নিয়ে তোপ দাগলেন অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। কংগ্রেস (Congress) সাংসদ বলেন, পিএম কেয়ারস ফান্ডে কোথা থেকে টাকা আসে এবং কারা দেন, তার তদন্ত হোক। চিনের বহু কোম্পানি থেকে পিএম কেয়ারস ফান্ডে অর্থ আসে বলে দাবি করেন কংগ্রেস সাংসদ। অধীর চৌধুরীর ওই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত গত ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে (Tawang Clash) ভারতীয় সেনার মুখোমুখি হয় চিনা সেনা। যার জেরে দুই দেশেরই বেশ কিছু জাওয়ান আহত হন। সোমবার সেই খবর প্রকাশ্যে এলে, মঙ্গলবার এ বিষয়ে সংসদে বিবৃতি প্রকাশ করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। তাওয়াং সংঘর্ষ নিয়ে সংসদে কেন্দ্রের বিবৃতি প্রকাশের আগেই প্রশ্নউত্তর পর্ব ভণ্ডুল করে দেয় কংগ্রেস। যা নিয়ে হাত শিবিরের বিরুদ্ধে কার্যত বিষোদগার করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
Probe into PM Cares Fund & see whom all have donated to it, PM Cares Fund has received money from a lot of Chinese companies: Congress MP Adhir Ranjan Chowdhury pic.twitter.com/vA5NdJeY9s
— ANI (@ANI) December 13, 2022
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অভিযোগ, রাজীব গান্ধী ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। রাজীব গান্ধী ফাউন্ডেশন চিন থেকে ১ কোটি ৩৫ লক্ষ অনুদান পেয়েছে বলে অভিযোগ করেন শাহ। ওই অনুদান ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট বিরোধী। সেই কারণেই ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে যে ফাউন্ডেশন খোলা হয়, তার রেজিস্ট্রেশন বাতিল করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মঙ্গলবার যে প্রসঙ্গ টেনে সংসদের মধ্যেই কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন অমিত শাহ (Amit Shah)।
আরও পড়ুন: Tawang Clash: 'মোদী সরকার থাকতে ভারতের এক ইঞ্চি জমি কেউ দখল করতে পারবে না', বললেন অমিত
রাজীব গান্ধী ফাউন্ডেশনে অনুদান নিয়ে অমিত শাহের আক্রমণের পর পিএম কেয়ারস ফান্ডেের প্রসঙ্গ টেনে কেন্দ্রকে পালটা আক্রমণ করেন কংগ্রেস সাংসদ।