মার্কিন শর্ট-সেলার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের মধ্যে বড় সিদ্ধান্ত নিল আদানি গ্রুপ। বুধবার সংস্থার পরিচালন পর্ষদ এক বৈঠকে গ্রাহকদের স্বার্থে তাদের সম্পূর্ণরূপে সাবস্ক্রাইবড, ২০ হাজার কোটি টাকা ইকুইটি শেয়ারের এফপিও বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। আদানি এন্টারপ্রাইজের(Adani Enterprises) পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “অভূতপূর্ব পরিস্থিতি এবং বর্তমান বাজারের অস্থিরতার পরিপ্রেক্ষিতে কোম্পানির লক্ষ্য এফপিও আয় ফেরত দিয়ে এবং সম্পূর্ণ লেনদেন প্রত্যাহার করে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা।এই ব্যাপারে একটি ভিডিও বার্তায় আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেন-
ফলো-অন পাবলিক অফারিং এর সম্পূর্ণরূপে সাবস্ক্রাইবড হয়ে যাওয়ার পর গতকাল তা প্রত্যাহারের সিদ্ধান্ত অনেককে অবাক করবে। কিন্তু আজ বাজারের অস্থিরতা বিবেচনা করে, বোর্ড দৃঢ়ভাবে মনে করেছিল যে ফলো-অন পাবলিক অফারিং (FPO)কে নিয়ে এগিয়ে যাওয়া নৈতিকভাবে সঠিক হবে না।
দেখে নিন কী বললেন গৌতম আদানি-
#WATCH | After a fully subscribed FPO, yday’s decision of its withdrawal would've surprised many. But considering volatility of market seen yday, board strongly felt that it wouldn't be morally correct to proceed with FPO:Gautam Adani, Chairman, Adani Group
(Source: Adani Group) pic.twitter.com/wCfTSJTbbA
— ANI (@ANI) February 2, 2023