প্রতীকী ছবি (Photo Credits: ANI)

নয়াদিল্লি: বুধবার কেন্দ্রীয় বাজেট পেশের সময় ও পরে যখন প্রায় সমস্ত শেয়ারের দাম বেড়েছে। তখন সামান্য হলেও বাড়ল আদানি এন্টারপ্রাইজের (Adani Enterprises) শেয়ারের (Shares) দাম।

মঙ্গলবার সেটেলমেন্ট প্রাইসের (settlement price) থেকে ৩০ শতাংশ কমে দাঁড়িয়ে ১৯৪১.২-তে পৌঁছে ছিল শেয়ারের দাম। সেখানে বুধবার বাজার বন্ধ হওয়ার সময় আদানি গ্রুপের (Adani Group) ফ্লাগশিপ কোম্পানির (Flagship) শেয়ারের দাম পৌঁছয় ২১৭৯.৭৫ টাকা। অর্থাৎ ৩০ শতাংশের জায়গায় হয় ২৬.৭০ শতাংশ।

মঙ্গলবার সাবক্রিপশনের শেষ দিনে ফলো-অন পাবলিক অফিসারের ইস্যু করা নোটিস থেকে জানা যায় আদানি এন্টারপ্রাইসের পুরোপুরি সাবক্রিপশন হয়ে গেছে।

প্রকাশিত থেকে জানা যাচ্ছে, ফলো-অন পাবলিক অফার (follow-on public offer)-এর চাহিদা প্রতিষ্ঠানিক নয় এমন বিনিয়োগকারীদের মধ্যেই বেশি দেখা গেছে। তাঁরা ৩.৩৬ গুণ সাবস্ক্রাইব করেছেন। তবে প্রতিষ্ঠানগুলিও আশার থেকে বেশি বিনিয়োগ করেছে শেয়ার কেনার বিষয়ে।