মুম্বইয়ে এক তরুণ অভিনেতার ওপর হল দুষ্কতি হামলা। গত সোমবার অর্থাৎ ৩০ ডিসেম্বর ঘটনাটি ঘটে ভারসোভা থানা এলাকায় ডিমার্টের কাছে। জানা যাচ্ছে, অভিনেতা রাঘব তিওয়ারি (Raghav Tiwari) এদিন বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন। ফেরার পথে রাস্তার পার হওয়ার সময় একটি স্কুটি তাঁর সামনে চলে আসে। আর সেই স্কুটির দুই আরোহী তাঁদের ওপর ছুরি দিয়ে হামলা করে বলে অভিযোগ। যদিও ধারালো অস্ত্রের কারণে তাঁর চোট না লাগলেও লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হয়। এরপরে পুলিশে অভিযোগ জানানোর পরেও রাঘবকে ওই দুষ্কৃতিরা হুমকি দেয় বলে অভিযোগ।

পুলিশের পদক্ষেপ

রাঘব সুস্থ হওয়ার পর ভারাসোভা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। যদিও তাঁর দাবি, পুলিশ এখনও কোনও পদক্ষেপ নেয়নি। এমনকী অভিযোগ দায়েরের পরেও রাঘব ওষুধ কিনতে বাইরে বেরোলে ওই যুবকরা তাঁকে হুমকি দেয়। সেই কথা পুলিশে জানানো হলেও এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি রাঘবের। অন্যদিকে, পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের সনাক্ত করার চেষ্টা করছে। যদিও এই ঘটনার পর স্বাভাবিকভাবেই আতঙ্কিত ওই তরুণ অভিনেতা।

রাঘব তিওয়ারির বক্তব্য