মুম্বই, ২৬ অক্টোবর: অভিনেত্রী পায়েল ঘোষ (Payal Ghosh) এবং তাঁর আইনজীবী কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালের (Ramdas Athawale) রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (RPI)-তে যোগ দিলেন। দীর্ঘদিন ধরেই এ নিয়ে জল্পনা চলছিল। জল্পনার অবসান শেষে নিশ্চিত। সূত্রের খবর,তিনি মহিলা মোর্চার সহসভাপতি হতে পারেন। তবে তাঁকে আরপিআইয়ের মহিলা মোর্চা সহ-সভাপতি করা যেতে পারে। একই সঙ্গে অ্যাডভোকেট উইংয়ে তাঁর আইনজীবীকে রাজ্য সহ-সভাপতি করা হবে বলে জল্পনাও রয়েছে।
Maharashtra: Actor Payal Ghosh joins Union Minister Ramdas Athawale-led Republican Party of India (A), in Mumbai.
She has been named as the vice president of women's wing of RPI (A). pic.twitter.com/slRLOKtJWV
— ANI (@ANI) October 26, 2020
কেন্দ্রীয় সামাজিক বিচারমন্ত্রী এবং আরপিআইয়ের সভাপতি রামদাস আটওয়ালেকে সমর্থন করেছিলেন পায়েল ঘোষকে আগে থেকেই সমর্থন করেছিলেন। শুধু তাই নয়, তাঁর সঙ্গে তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গেও সাক্ষাত করেছিলেন। যেখানে পায়েল তাঁর সুরক্ষা ও ন্যায়বিচার দাবি করেছিল।