শ্রীকান্তের পর এবার মাদক সেবনকাণ্ডে গ্রেফতার তামিল অভিনেতা কৃষ্ণ। বৃহস্পতিবার বেসান্ত নগরে তাঁর বাসভবনে তল্লাশি অভিযান চালায় চেন্নাই (Chennai) পুলিশ। সেই সঙ্গে জেরাও করা হয় তাঁকে। টানা ১৭ ঘন্টা জেরার পর অবশেষে তাঁকে গ্রেফতার করে পুলিশ। গত সপ্তাহে এই মামলায় যখন অভিনেতা শ্রীকান্ত গ্রেফতার হয় এবং তাঁকে জেরা করে যখন উঠে আসে কৃষ্ণের নাম, তখন থেকেই নিখোঁজ ছিল সে। তাঁকে পুলিশের তরফ থেকে সমন পাঠানো হয়ছিল, কিন্তু তাতে তিনি সাড়া দেননি। এমনকী ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। অবশেষে এদিন কৃষ্ণ বেসান্ত নগরের বাসভবনে আসতেই পুলিশ তাঁকে ধরে ফেলে।

নিজেকে অসুস্থ বলে দাবি অভিনেতা কৃষ্ণের

সূত্রের খবর, বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে নিষিদ্ধ মাদক। এদিন তাঁকে গ্রেফতার করেই আদালতে পেশ করা হয়। যেখানে আদালত তাঁকে ৭ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। যদিও কৃষ্ণের দাবি, সে মাদকাসক্ত নন, তাঁর বুকে এবং পেটে সমস্যা রয়েছে, সেই কারণে সে চিকিৎসাধীন রয়েছেন। যদিও তিনি হাজিরা এড়িয়ে পালিয়ে বেরাচ্ছিলেন কেন, সেই বিষয়ে কোনও মন্তব্য করেননি কৃষ্ণ। কৃষ্ণ তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ। তাঁর অভিনীত ছবি ‘মারি ২’, ‘বীরা’, ‘কাজুগু’, ‘কাজুগু ২’ অত্যন্ত জনপ্রিয়।

মাদক মামলায় আগেই গ্রেফতার হয় শ্রীকান্ত

চলতি সপ্তাহেই কোকেনের মতো মাদক কেনার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন অভিনেতা শ্রীকান্ত। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়ছিল ৪ কোটি টাকার মাদক। অভিযোগ, সে তাঁর পরিচিতদের মধ্যে মাদক বিক্রিও করত। সেই পরিচিতদের নাম কী, সেটা জানতে দফায় দফায় জেরা করা হয় তাঁকে। এমনকী রক্ত পরীক্ষা করা হলেও সেখানে প্রমাণিত হয় শ্রীকান্ত মাদকে আসক্ত। সেই শ্রীকান্ত জেরার মুখে কৃষ্ণের নাম নিয়ে ফেলে। তারপর থেকেই পুলিশ কৃষ্ণের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে।