নয়াদিল্লিঃ সম্প্রতি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার (Kanchanjungha Express)জেরে কাঠগড়ায় রেলের (Indian Railsways) যাত্রী সুরক্ষা। কিন্তু ট্রেনের ভিতরেই বা কতটা সুরক্ষিত যাত্রীরা? প্রশ্ন তুলছে সদ্য ঘটে যাওয়া একটি দুর্ঘটনা। চলন্ত ট্রেনে যাত্রীর উপর ভেঙে পড়ে আপার বার্থ। ঘটনায় মৃত্যু হয়েছে যাত্রীর। জানা গিয়েছে, এরনাকুলাম-হজরত নিজামুদ্দিন মিলেনিয়াম সুপারফাস্ট এক্সপ্রেসে(Ernakulam–Hazrat Nizamuddin Superfast Express) চেপে কেরল থেকে নয়াদিল্লি আসছিলেন মারাদিক্কাল আলি খান নামক বছর ৬২-র এক বৃদ্ধ। লোয়ার বার্থে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময়ই তাঁর উপর ভেঙে পড়ে আপার বার্থ। গুরুতর জখম হন তিনি। নিকটবর্তী স্টেশন রামাগুন্দমের কর্মরত স্টেশন মাস্টারকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়। সেই মতো স্টেশনেই অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেন তিনি। এরপর মাঝপথে ট্রেন থামিয়ে ওই যাত্রীকে হায়দরাবাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচার চলাকালীন তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ভারতীয় রেল বিবৃতি দিয়ে জানায়, ট্রেনটির আপার বার্থে কোনোও সমস্যা ছিল না। রেলের আধিকারিকরা বার্থের অবস্থা পরীক্ষা করে এবং যাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, আপার বার্থের যাত্রী ঠিকভাবে চেইন দিয়ে সেটিকে না আটকানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। সম্প্রতি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মনে। এরপর ট্রেনের ভিতরে ঘটা এই ধরনের দুর্ঘটনা আরও ভয় ধরাচ্ছে।
Maradikkal Ali Khan, 62, a train passenger hailing from Maranchery near Ponnani in #Malappuram died after the middle berth of the train fell on him.
More details: https://t.co/aVYV6Zh9yD pic.twitter.com/1oauLMtPoa
— The Times Of India (@timesofindia) June 27, 2024