Raghav Chadha, Parineeti Chopra (Photo Credit: Instagram)

দিল্লি, ২৪ মার্চ: পরিণীতি চোপড়াকে (Parineeti Chopra) নিয়ে কোনও কথা বলবেন না। তাঁকে রাজনীতি নিয়ে প্রশ্ন করা হোক। রাজনীতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেবেন কিন্তু পরিণীতি নিয়ে নয়। এবার সংবাদমাদ্যমের সামনে এভাবেই স্পষ্ট কথা বললেন এএপি সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha )।

রাঘব চাড্ডা বলেন, তিনি বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার বিষয়ে কথা বলতে আগ্রহী নন। তাই তাঁকে যেন আর পরিণীতি চোপড়াকে নিয়ে প্রশ্ন না করা হয়। সম্প্রতি পরিণীতি চোপড়ার সঙ্গে দেখা যায় রাঘব চাড্ডাকে। পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার 'লাঞ্চ ডেটের' ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়।

যদিও পরিণীতি চোপড়া এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। রাঘব চাড্ডাকে প্রশ্ন করা হলে, তিনি কার্যত জোর গলায় বিষয়টিকে এড়িয়ে যান।