দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালকে রাজ্যসভায় পাঠাচ্ছে আম আদমি পার্টি। সঙ্গে জেলবন্দী হলেও আরো একবার সঞ্জয় সিংকে রাজ্যসভায় পাঠাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। রাজ্যসভা নির্বাচনের জন্য ৩জনকে মনোনীত করল আপ। এই ঘোষণায় নিঃসন্দেহে বড় চমক স্বাতী মালিওয়াল। ২০১৫ সালে দিল্লি মহিলা কমিশনের প্রধান হয়ে আসার পর মহিলাদের নিরাপত্তা সুরক্ষা, অধিকার রক্ষায় বড় ভূমিকা নিয়েছেন স্বাতী। তাঁর মত একজনকে রাজ্যসভায় পাঠিয়ে কেজরিওয়াল বাজিমাত করলেন বলে অনেকেই মনে করছেন।
সঞ্জয় সিংহের মত এনডি গুপ্তকেও দ্বিতীয়বার রাজ্যসভায় মনোনিত করল আপ। তবে দলের রাজ্যসভার সাংসদ সুশীল গুপ্তাকে হরিয়ানা রাজনীতিতে মন সংযোগ করার জন্য এবার আর টিকিট দিল না আপ। প্রসঙ্গত, আম আদমি পার্টির হরিয়ানা শাখার প্রধান সুশীল গুপ্তা। সুশীল গুপ্তার জায়গায় স্বাতী মালিওয়ালকে রাজ্যসভায় পাঠালো
দেখুন খবরটি
#AAP picks #DCW chief @SwatiJaiHind for Rajya Sabha, re-nominates #SanjaySingh
(@AlokKNMishra reports)https://t.co/3IyvZYvIxZ pic.twitter.com/i2Zv44Bkc5
— Hindustan Times (@htTweets) January 5, 2024
হাওলা মামলায় ইডি গ্রেফতার করে জেলে রাখলেও সঞ্জয় সিংকে দ্বিতীয়বারের জন্য রাজ্যসভায় মনোনীত করলো আপ। আগামী ২৭শে জানুয়ারি সঞ্জয় সিংয়ের রাজ্যসভার মেয়াদ শেষ হচ্ছে।