Punjab Flood. (Photo Credits:X)

Punjab Flood: ভয়াবহ বন্যার কবলে পঞ্জাব। পঞ্চনদের দেশে ভেসে যাচ্ছে একের পর এক গ্রাম। রাজ্যের অন্তত সাতটি জেলা পুরোপুরি জলের তলায়। লক্ষাক্ষিক মানুষের জীবন বন্য়ার কারণে বড়ভাবে প্রবাবিত হয়েছে।। বহু বাড়ি, স্কুল, কলেজ, অফিস, প্রশাসনিক ভবন এখন জলের তলায়। এত বড় বন্য়া গত ৩০-৪০ বছরে দেখা যায়নি। বন্যায় ৩০ জনের মৃত্য়ু হয়েছে বলে জানিয়েছে পঞ্জাব। এর মধ্য়ে পঞ্জাবে বন্য়াত্রানে রাজ্যের শাসক দল আম আদমি পার্টির সব বিধায়ক ও সাংসদ তাদের এক মাসের বেতনের অর্থ অনুদান করছেন। পঞ্জাবের মুখ্যমন্ত্রীর বন্য়ার ত্রান তহবিলে জমা দেওয়া হবে এই অর্থ। এমন কথাই জানিয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। পঞ্জাবে আপের মোট ৯২ জন বিধায়ক, লোকসভায় ৩ জন ও রাজ্যসভায় ৫ জন সাংসদ আছেন। এ ছাড়াও দিল্লিতে আপের ২২ জন বিধায়ক আছেন। গোটা দেশ এবার পঞ্জাবের পাশে দাঁড়াবে বলে কেজরিওয়াল জানিয়েছেন।

গোটা দেশের কাছে পঞ্জাবের পাশে থাকার আবেদন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের

এদিন, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান সাংবাদিকদের সামনে হাতজড়ো করে বলেন, গোটা দেশের প্রয়োজনে সব সময় দাঁড়িয়েছে পঞ্জাব। এবার পঞ্জাবের পাশে দাঁড়াক দেশ। রাজ্য়ের বন্যায় ১ লক্ষ ২৫ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। এখনও পর্যন্ত সাড়ে ৬ হাজারের বেশি মানুষকে ১২২টি ত্রান শিবিরে স্থানান্তর করা হয়েছে।

দেখুন খবরটি

৬০ হাজার কোটি টাকার দাবি

মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাজ্যের বন্যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ৬০ হাজার কোটি টাকার আটকে থাকা রাজ্য তহবিল ছাড়ার দাবি করেছেন। NDRF, SDRF, ভারতীয় সেনা, নৌবাহিনী, বিমানবাহিনী, BSF এবং পঞ্জাব পুলিশ যুক্ত। ৬টি NDRF দল গুর্দাসপুরে, অন্যান্য জেলায়ও দল মোতায়েন। রাজ্যজুড়ে ১৭৭টি ত্রান শিবির চালু করা হয়েছে। সেই সব ত্রান শিবিরগুলিতে৪,৭২৯ জন আশ্রয় নিয়েছেন। ফসল ক্ষয়ক্ষতির জন্য বিশেষ জরিপের নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বুধবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।