রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিজেপি বিরোধী নেতারা নিজেদের শক্তি দেখালেন। দুই রাজ্যের দুই মুখ্যমন্ত্রী- অরবিন্দ কেজরিওয়াল ও হেমন্ত সোরেনের প্রতিবাদ, ইডি-সিবিআই-য়ের অপপ্রয়োগ সহ বেশ কিছু দাবিতে লোকতন্ত্র বাঁচাও INDIA-র সভায় উপস্থিত ছিলেন বিরোধী শিবিরের প্রায় সব বড় নেতাই। সোনিয়া গান্ধী থেকে শরদ পাওয়ার, মল্লিকার্জন খাড়গে থেকে ফারুক আবদুল্লা, রাহুল গান্ধী থেকে অখিলেশ যাদব, তেজস্বী যাদব-ভগবন্ত মান থেকে উদ্ধভ ঠাকরে, মেহেবুবা মুফতি বৃন্দা কারাত থেকে ডেরেক ও'ব্রায়েন-রা এদিন রামলীলায় ইন্ডিয়ার সভায় উপস্থি থাকলেন।
আসন সমঝোতা নিয়ে যতই বিরোধ থাকুক ইডি-সিবিআইয়ের অপপ্রয়োগের ইস্যুতে বিজেপি-র বিরুদ্ধে তারা যে এককাট্টা তা বুঝিয়ে দিলেন বিরোধী শিবিরের নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থাকলেও রামলীলায় তাঁর দূত হিসেবে পাঠান দলের দুই রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন ও সাগরিকা ঘোষ-কে।
দেখুন ইন্ডিয়া-র জনসভার ভিডিয়ো
INDIA Alliance rally comes to end. The rally was a super hit show by the opposition.
India stands united against the dictator. pic.twitter.com/R4yqug5ni3
— Abhijeet Dipke (@abhijeet_dipke) March 31, 2024
দেখুন ভিডিয়ো
VIDEO | Here’s what Delhi Minister Gopal Rai (@AapKaGopalRai) said after attending the INDIA bloc's 'Loktantra Bachao' rally at Ramlila Maidan.
“BJP might be thinking that if it will arrest (Delhi CM) Arvind Kejriwal before the Lok Sabha elections, then AAP will fall apart, but… pic.twitter.com/P64YMU8Jr3
— Press Trust of India (@PTI_News) March 31, 2024
সভা শেষে আপ নেতা তথা দিল্লির মন্ত্রী গোপাল করাই দাবি করেন, " বিজেপি ভেবেছিল ভোটের ঠিক আগে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করলেই আপ পুরো ভেঙে যাবে। কিন্তু ততটা দুর্বল আমরা নই। বিজেপির অন্যায় আমাদের আরও শক্তিশালী করছে। কেজরিওয়াল জেলে থেকেও নিজের নয়, মানুষের কথা ভাবছেন। গোটা দেশ, দিল্লি ওঁর সঙ্গে আছে। আমরা দুর্নীতির সঙ্গে হাত মেলাবো না, বিজেপির সঙ্গে আপোষ করবো না। যেভাবে ইন্ডিয়া শিবিরের নেতারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এক জায়গায় হয়েছেন তাতে একটা বার্তা পরিষ্কার, একনায়কতন্ত্রের পরাজয় হবে, গণতন্ত্র জিতবেই।"