দিল্লিতে হাহাকার চলছে জলের। একেই তীব্র গরম, তার ওপর রাজধানীর বিভিন্ন প্রান্তে জল সংকট হওয়ায় চরম সমস্যায় পড়েছে জনসাধারণ। এমনকী বিভিন্ন জায়গায় সময়মতো জলের ট্যাঙ্কার পৌঁছাচ্ছে বলে অভিযোগও আসছে। এই অবস্থায় কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াতকে (Gajendra Shekhawat) চিঠি লিখলেন আপ মন্ত্রী অতিশি মারলেনা। চিঠিতে দিল্লিতে জল সংকট কমাতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি করেছেন অতিশি। তার ওপর এই সমস্যা নিয়ে কেন্দ্রের উদাসীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন মন্ত্রী।
অতিশি চিঠিতে লিখেছেন, দিল্লির বাসিন্দারা যমুনা নদীর ওপর অনেকটাই নির্ভরশীল। কিন্তু হরিয়ানা সরকার যমুনা নদী থেকে পর্যাপ্ত জল ছাড়ছে না, যে কারণে দিল্লিতে জলের সমস্যা দেখা দিচ্ছে। সেই কারণে অবিলম্বে ওয়াজিরাবাদ ব্যারেজ থেকে জল ছাড়া উচিত।ইতিমধ্যেই দিল্লির তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই। ফলে জল না পাওয়ায় অনেকে সমস্যা পড়ছে বলে দাবি করেছেন আপ মন্ত্রী।
AAP leader Atishi Marlena writes to Union Water Minister Gajendra Shekhawat, urging the central government to address the water shortage in Delhi pic.twitter.com/P8C6hgL6xM
— IANS (@ians_india) May 31, 2024
প্রসঙ্গত, দেশজুড়েই জলের সমস্যায় পড়েছে বহু মানুষ। দিল্লির পাশাপাশি মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, ছত্তিশগড় সহ বিভিন্ন রাজ্যে জলের সংকট দেখা দিচ্ছে। মূলত, এই রাজ্যগুলিতে একটানা বৃষ্টি না হওয়া এবং তীব্র গরমের কারণেই এই সমস্যা হচ্ছে। যদিও এই সমস্যা সমাধান না করার জন্য স্থানীয় প্রশাসনকেই দায়ী করছে জনসাধারণ।