Arvind Kejriwal (Photo Credits: ANI)

জম্মু-কাশ্মীর বিধানসভায় খাতা খুলল আম আদমি পার্টি।  জম্মুর ডোডা বিধানসভা আসনে জয় পেলেন আপ প্রার্থী মেহরাজ মালিক। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির গজয় সিং রানাকে হারালেন অরবিন্দ কেজরিওয়ালের দলের ৩৬ বছরের তরুণ নেতা মেহরাজ। উধমপুর লোকসভার অন্তর্গত ডোডা বিধানসভায় গতবার জিতেছিলেন বিজেপির শক্তি রাজ পরিহার। ডোডায় জেতার পাশাপাশি উধমপুরের আরও তিনটি আসনে ভাল ভোট পান আপ প্রার্থীরা। তবে বাকি জায়গাগুলিতে তেমন ভাল ফল হয়নি কেজরিওয়ালের দলের। দিল্লি ও পঞ্জাবে ক্ষমতায় থাকার পাশাপাশি গোয়া, গুজরাট ও জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে আসন জেতে আপ।

ভূ-স্বর্গে আসন জিতলেও হরিয়ানায় একেবারেই খারাপ ফল হল আপের। আপ শাসিত দুই রাজ্যে দিল্লি ও পঞ্জাবের মধ্যে থাকলেও হরিয়ানা পুরোপুরি হতাশ করল কেজরিকে। অরবিন্দ কেজরিওয়াল বেশ কয়েকটি বড় জনসভা করলেও হরিয়ানার সব আসনে আপ প্রার্থীদের জামানত জব্দ হল, পাশাপাশি অনেক আসনেই তাদের ভোট ১ শতাংশের কম বলে জানা গিয়েছে।

ক মাসে আগে লোকসভায় হরিয়ানায় কংগ্রেসের সঙ্গে জোট গড়ে লড়েছিল আপ। ১০টি লোকসভা আসনের মধ্যে কংগ্রেসকে ৯টি দিয়ে, ১টি আসনে লড়েছিল কেজরির দল। কুরুক্ষেত্র আসনে শেষ অবধি জিততে না পারলেও কংগ্রেস সংগঠনের সাহায্য ভাল ভোট পেয়েছিল আপ। কিন্তু বিধানসভা কংগ্রেসের কাছে প্রত্যাশিত আসন না পেয়ে হরিয়ানায় একা লড়ার সিদ্ধান্ত নেন কেজরিওয়াল। কিন্তু তাতে বিপর্যয় হল আপের।

এর আগে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, অসম, কর্ণাটকের মত রাজ্যে বিধানসভা নির্বাচনে লড়ে ভরাডুবি হয়েছিল আপের।