এমনিতেই আবগারি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে দিল্লির বিধায়ক আমানাতুল্লাহ খানের (Amanatullah Khan)। এবার ভোটের আবহে পেট্রল পাম্পের কর্মচারীর সঙ্গে বচসায় জড়িয়ে নয়া বিতর্ক শুরু করল আপ নেতা ও তাঁর ছেলে। জানা যাচ্ছে, মঙ্গলবার সেক্টর ৯৫-এ একটি পেট্রল পাম্পে বিধায়ক পুত্র গাড়ি নিয়ে এসেছিল, তখনই ঘটনাটি ঘটে। পরে আবার খোদ বিধায়ক এসে ওই কর্মীকে হুমকিও দিয়ে যায় বলে অভিযোগ।
জানা যাচ্ছে, ওই সময় পেট্রল পাম্পে বেশ ভিড় ছিল। তবে লাইনে দাঁড়াতে নারাজ ছিলেন বিধায়ক পুত্র। অভিযোগ, সে পাম্পের কর্মচারীকে বলেন তাঁর গাড়িতে আগে পেট্রল ভরে দিতে হবে। কিন্তু আক্রান্ত বিনোদ প্রতাপ সিং বলেন, লাইন অনুযায়ী তাঁকে অপেক্ষা করতে হবে। এই শুনে ক্ষেপে গিয়ে বিধায়ক পুত্র এবং তাঁর বন্ধুবান্ধবরা গাড়ি থেকে বেরিয়ে ওই কর্মীর ওপর চড়াও হয়।
#WATCH | Noida: Aam Aadmi Party (AAP) Delhi MLA Amanatullah Khan’s son thrashed the employees at the petrol pump
ADCP Manish Mishra says, "We received information that Aam Aadmi Party (AAP) Delhi MLA Amanatullah Khan’s son thrashed the employees at the petrol pump...The case has… https://t.co/beJxOMTSHY pic.twitter.com/55BviElxph
— ANI (@ANI) May 8, 2024
কর্মীকে মারধর করে বেরিয়ে গেলে ঘটনাটি নিয়ে বেশ শোড়গোল পড়ে। বিনোদকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। তারপরেই ঘটনাস্থলে আসেন খোদ আমানাতুল্লাহ খান। তিনি এসে হুমকি দেয় আক্রান্ত কর্মীকে। এরপরেই সে থানায় অভিযোগ জানায় বিধায়ক ও তাঁর পুত্রের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী আধিকারিকরা।