আগামী ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। আর এই নির্বাচনে এনডিএ ও ইন্ডিয়া জোট দু’পক্ষই নিজেদের প্রার্থী ঘোষণা করে ফেলেছে। একদিকে ‘সংঘ’ ঘনিষ্ঠ চন্দ্রপুরম পন্নুসামি রাধাকৃষ্ণণকে প্রার্থী করেছে এনডিএ। অন্যদিকে বৃহস্পতিবার চমক দিল ইন্ডিয়া শিবির। সুপ্রিম কোর্টের প্রাক্তন বি সুদর্শন রেড্ডিকে (B Sudarshan Reddy) প্রার্থী করেছে বিরোধীরা। এদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার পর আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে যান তিনি। সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি সহ একাধিক নেতা। এই বৈঠকের পরেই আপের পক্ষ থেকে সুদর্শন রেড্ডিকে সমর্থন করার কথা ঘোষণা করেন কেজরিওয়াল।

কী বললেন কেজরিওয়াল?

এই প্রসঙ্গে তিনি বলেন, “উপরাষ্ট্রপতি নির্বাচনে আম আদমি পার্টি সবরকমভাবে বি সুদর্শন রেড্ডিকে সমর্থন করবে। বিচারপতি রেড্ডি বরাবর ন্যায়ের পক্ষে রায় দিয়েছেন। উনি দেশের ভালো চাল। তাই উপরাষ্ট্রপতি পদে ওনার থেকে যোগ্য প্রার্থী আর কেউ হতে পারে না। তাই আমি অনুরোধ করব দলমত নির্বিশেষে, হাই কমান্ডের নির্দেশ অমান্য করেই ওনাকে জেতানো উচিত। উনি শাসক-বিরোধীর কোনও দলের হয়ে লড়ছেন না। বরং উনি দেশের উন্নতির কথা মাথায় রেখে নির্বাচনে অংশগ্রহণ করেছেন”।

দেখুন অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্য

রেড্ডিকে পাশে নিয়ে কাকে বার্তা দিলেন কেজরিওয়াল?

তাঁর মন্তব্যের শেষের অংশটি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ ছিল। আসলে উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ শরিক দল টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নায়ডুর ইচ্ছা ছিল অন্ধ্রপ্রদেশ থেকে প্রার্থী নেওয়া হোক। তবে শেষমেশ মোদী-শাহদের ইচ্ছায় তামিনলাড়ুর বিজেপি নেতা সংঘ ঘনিষ্ঠ পন্নুসামি রাধাকৃষ্ণণকে বেছে নেওয়া হয়েছে। এই নিয়ে টিডিপি-র অভ্যন্তরে ক্ষোভও জন্মেছে। তাই এদিন টিডিপি সাংসদদের ইঙ্গিত করেই অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বি সুদর্শন রেড্ডিকে মন্তব্য করেছেন কেজরিওয়াল।