সাতসকালে দুয়ারে এসেছিল ইডি আধিকরারিকরা। তখন থেকেই গ্রেফতারির সম্ভাবনার কথা বলেথিলে আপ বিধায়ক আমানাতুল্লাহ খান (Amanatullah Khan)। অবশেষে কয়েকঘন্টার তল্লাশি অভিযানের পর গ্রেফতার হলেন তিনি। জানা যাচ্ছে, তাঁকে বাড়ি থেকে তুলে ইডির দফতরে নিয়ে যাওয়া হয়েছে। সেই সময় কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়ছিল গোটা এলাকা। সোমবার সকাল ৭টা নাগাদ আমানাতুল্লাহর বাড়ি এসেছিলেন ইডি আধিকারিকরা। সেই সময় তাঁদের ঘরে ঢুকতে দিচ্ছিল না বিধায়ক ও তাঁর পরিবার। পরে চাপে পড়ে ইডি আধিকারিকদের তল্লাশি চালানোর জন্য দরজা খুলে দেয়।এদিন সকালে একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে তিনি জানিয়েছিলেন যে ইডি অহেতুক তাঁকে সমস্যায় ফেলার চেষ্টা করছে এবং তাঁকে গ্রেফতার করতে পারে।

প্রসঙ্গত, এর আগেও আমানাতুল্লাহকে এই মামলায় সিবিআই জেরা করেছিল। প্রাথমিকভাবে তাঁর দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত শুরু করেছিল। কিন্তু তখন তাঁর বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ পায়নি। পরবর্তীকালে এই তদন্তের দায়িত্বভার যায় ইডির কাছে। তারপর থেকেই তাঁকে একাধিকবার তলব করা হলেও প্রতিবারই হাজিরা এড়িয়ে যান আপ বিধায়ক। তবে তিনি জানিয়েছেন যে হাজিরার উত্তরে তিনি ইডি দফতরে প্রতিবারই চিঠি পাঠিয়ে দিতেন। এদিন সকালে তাঁর বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাতে গেলে প্রথমে আপ বিধায়ক বাধা দেয়। আর সেই কারণেই পরবর্তী সময়ে তাঁকে গ্রেফতার করা হয়।