Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ গত বছরই ধর্ষণের (Rape) দায়ে গ্রেফতার হয়েছিল। জামিন (Bail) পেয়েই ফের অপরাধ। প্রকাশ্য রাস্তায় মহিলাকে গুলি করল অভিযুক্ত। শনিবার ঘটনাটি ঘটেছে, দিল্লির বসন্ত বিহারে। এই গোটা ঘটনায় তাকে সাহায্য করে এক যুবক। ইতিমধ্যেই অন্তর্বর্তী জামিনে মুক্ত অভিযুক্ত ও তার সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, নিহত মহিলা পেশায় একটি স্যালনের ম্যানেজার। গত বছরই অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতারও করা হয়। সম্প্রতি জামিনে মুক্তি পেয়েই অভিযোগকারিণীকে খুনের ছক কষে ফেলে সে। বুধবার সন্ধ্যায় মহিলার পিছু নিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। মহিলার বুকে গুলি লাগে। সঙ্গে সঙ্গে পিসিআর ভ্যানে করে এইমসে নিয়ে যাওয়া হয় তাঁকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

ধর্ষণের অভিযোগে জেল খেটে জামিনে মুক্তি, অভিযোগকারিণীকে লক্ষ্য করে গুলি চালাল অভিযুক্ত