রবিবাসরীয় দুপুরে পরিবারের খুদে সদস্যদের সাথে ঘুরতে গিয়ে বিপত্তি। লোনাভলার ভূশি বাঁধের (Bhushi Dam) কাছে একটি জলপ্রপাতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল চার শিশু সহ এক মহিলা। পুলিশসূত্রে জানা গিয়েছে, সকলেই একই পরিবারের সদস্য। সকলেই পুনের শাহিদনগর থেকে এই জায়গায় ঘুরতে এসেছিলেন। এখনও পর্যন্ত দুই শিশুর দেহ উদ্ধার করতে পেরেছে উদ্ধারকারী দল, তবে বাকিদের কোনও সন্ধান মেলেনি। পুনে পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনাটি পাওয়া মাত্রই একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়।
দুজনের দেহ কিছুক্ষণের মধ্যে উদ্ধার করা গেলেও বাকিরা এখনও নিখোঁজ রয়েছে বলে খবর। তাঁদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। পরিবার সূত্রে জানা যাচ্ছে, মৃত মহিলার নাম শাহানা পারভিন। তিনি এবং তাঁর ১৩ বছরের মেয়ে এবং তিনজন ৪ থেকে ৬ বছর বয়সী সন্তানদেন নিয়ে এদিন সকালে লোনাভলাতে পিকনিক করতে এসেছিলেন। ঘুরতে ঘুরতে ওই ঝরনার সামনে গিয়ে স্নান করতে নামেন সকলে। বেলা দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে।
Maharashtra | A woman and 4 children drowned in a waterfall near Bhushi dam in Lonavala. 2 bodies have been recovered. Search and rescue operations underway. All five people are from one family belonging to Pune Sayyed Nagar: Pune SP Pankaj Deshmukh
— ANI (@ANI) June 30, 2024
পরিবার জানিয়েছে, ছয় বছরের দুই কন্যাসন্তান এবং একটি চার বছরের পুত্রসন্তান ঘটনাটির পর এখনও নিখোঁজ রয়েছে। উদ্ধারকারী দলের এক সদস্য জানিয়েছেন, ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে মহিলা এবং তাঁর মেয়েকে উদ্ধার করা হয়েছে। তবে বাকিরা এখনও নিখোঁজ রয়েছে। তাঁদের কথা, দিনকয়েক ধরে প্রবল বৃষ্টির কারণে বাঁধের জলস্তর বেড়েছে। সেই কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটতে পারে বলে অনুমান তাঁদের।