UP CM Yogi Adityanath (Photo Credit: X)

Yogi Adityanath: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের 'আপত্তিকর' ছবি ইনস্টাগ্রাম পোস্ট করায় গ্রেফতার করা হল এক যুবককে। ইউপির বাঘপাত এলাকার এক যুবক ইনস্টাগ্রামে মুখ্যমন্ত্রী যোগীর একটি এডিটেড ও আপত্তিকর ছবি পোস্ট করেছিলেন। এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়। বিজেপি নেতা, কর্মী- সমর্থকরা এই ছবি দেখে ক্ষুব্ধ হন। এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল। জুনেইদ মালিক নামের এক যুবকের ইনস্টাগ্রামে এই পোস্ট করেছিলেন। বাঘপত পুলিশ অবিলম্বে একটি তদন্তকারী দল গঠন করে, যার মধ্যে প্রযুক্তি বিশেষজ্ঞরাও ছিলেন।

ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে গ্রেফতার যুবক

ডিজিটাল ট্র্যাকিং পদ্ধতির ব্যবহার করে পুলিশ অভিযুক্তের পরিচয় শনাক্ত করে। অভিযুক্ত যুবক স্বীকার করেন তিনি নিজের ইচ্ছায় তার Instagram অ্যাকাউন্ট 'Junnimalik_786' তৈরি করে এই ছবি পোস্ট করেছিলেন।

দেখুন খবরটি

কী কী ধারায় মামলা

ইউপি পুলিশ 'Information Technology (IT) Act'-এর প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করে। পাশাপাশি মানহানি এবং শত্রুতা প্রচারের বিষয়েও চার্জ যুক্ত করা হয়। মামলার প্রক্রিয়া চলাকালীন জুনেইদকে আদালতে পেশ করা হয় এবং তারপর আদালতের নির্দেশ তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। উত্তরপ্রদেশে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের অপব্যবহারের ওপর নজর কড়া হচ্ছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, তারা সক্রিয়ভাবে অনলাইন প্ল্যাটফর্ম মনিটর করছে যাতে কেউ আবার এই ধরনের কর্মকাণ্ড করতে না পারে।