ওড়িশায় মর্মান্তিক দুর্ঘটনা। আচমকা ভেঙে পড়ল মার্কেটের একটি দোকানের ছাদ। মৃত্যু এক জনের। ঘটনাটি ঘটেছে ওড়িশার কোরাপুটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগিয়েছে দমকল ও উদ্ধারকারী দল। এই ঘটনায় আহত হয়েছেন বেশকিছু জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে, ওড়িশার কোরাপুটের পুলিশ কার্যালয়ের উল্টোদিকে একটি মার্কেট কমপ্লেক্স রয়েছে। শনিবার দুপুরে সেখানেই একটি দোকানের ছাদ ভেঙে পড়ে। তড়িঘড়ি ধ্বংসস্তূপ থেকে একজনকে উদ্ধার করে রে শহীদ লক্ষ্মণ নায়ক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও তাঁর পরিচয় এখনও জানা যায়নি। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিস। দুর্ঘটনার জেরে আর কারও মৃত্যু হয়েছে কিনা তাও এখনও অজানা। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ভেঙে গিয়েছে বেশ কয়েকটি দোকান। নষ্ট হয়েছে মালপত্র।
আচমকা ভেঙে পড়ল দোকানের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু ১ জনের
#Odisha | A two-storey shopping complex collapsed near the bus stand in Odisha’s Koraput town on Saturday, leaving one person dead and several others injured, some of them seriously.
— Deccan Chronicle (@DeccanChronicle) September 13, 2025