কাজ সেরে ঘরে ফিরে নিজের বন্দুক দিয়ে আত্মহত্যা করলেন এক পুলিশ অফিসার। জানা যাচ্ছে, বুধবার সন্ধ্যেবেলায় নিজের রুমে ফিরে এসে আত্মঘাতী হন বছর ৩০-এর অরুণ যাদব। ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের বারাবাঙ্কিতে। পুলিশসূত্রে খবর, আড়়াই মাস আগে অরুন এখানে আসেন। স্থানীয় কোঠি থানায় (Kothi Police Station) তিনি ট্রেনি সাব ইনস্পেক্টর পদে যোগ দেন। তাঁর ব্যবহারে কোনও সন্দেহজনক কিছুই দেখেননি সহকর্মীরা। ফলে কেন এমন ঘটনা ঘটালো সে তা সকলেরই অজানা। যদিও ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। আপাতত দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে কানপুরের কল্যানপুরমের বাড়িতে, যেখানে তাঁর পরিবারের সদস্যরা থাকেন।
প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, মাইগ্রেনের সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন অরুণ। বুধবার বিকেলে থানা থেকে এই কারণেই তড়িঘড়ি চলে আসেন তিনি। এমনকী সুইসাইড নোটের মৃত্যুর কারণ এই অসুস্থতাই লেখা আছে বলে দাবি পুলিশের। অরুণের রুম পার্টনার বিশেষ কুমার কুরিল জানিয়েছেন, বেলা ১১টা নাগাদ পুলিশ ক্যান্টিনের তাঁর সঙ্গে দেখা হয়েছিল। তারপর বিশেষ কোনও ব্যক্তিগত কাজে বেরিয়ে যান। সন্ধ্যে ৭টা নাগাদ যখন হোস্টেলে ফিরে আসেন তখন দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। বারংবার ধাক্কা দিয়েও কোনও লাভ হচ্ছে না।
A trainee police sub-inspector allegedly committed suicide by shooting himself with his service revolver in Uttar Pradesh's Barabanki on Wednesday night in his room within the premises of Kothi police. pic.twitter.com/oO4vZMvKMi
— IANS (@ians_india) June 27, 2024
এরপর বাকিদের ডেকে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখে রক্তাক্ত অবস্থায় অরুণ মাটিতে পড়ে রয়েছে। খবর দেওয়া হয় থানায়। তাঁরা এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন। অন্যদিকে খবর দেওয়া হয় অরুণের পরিবারকেও। শুধু কি নিতান্তই শারীরিক অসুস্থতা নাকি এই মৃত্যুর পেছনে অন্য কারণ লুকিয়ে রয়েছে তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।