নতুন দিল্লি, ৪ জানুয়ারি: করোনার কবলে ভারত। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। নয়া প্রজাতি ওমিক্রন (Omicron) যেন চারদিক দিয়ে আঁকড়ে ধরেছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৯২ জন। এরমধ্যে ৫৬৮ জন ওমিক্রন আক্রান্তকে নিয়ে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। দেশের ২৩ টি রাজ্য ও সবকটি কেন্দ্রশাসিত অঞ্চলেই ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ৭৬৬ জন ইতিমধ্যেই ওমিক্রন জয় করে সুস্থ হয়ে উঠেছেন। মহারাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৮২। কেরালায় মোট ওমিক্রন আক্রান্ত ১৮৫ জন। রাজস্থানে ১৭৪ জনের শরীরে মিলেছে ওমিক্রন। আরও পড়ুন- Argentina: অঙ্গে অন্তর্বাস, পোশাক খুলে মুখে বাঁধলেন তরুণী (ভিডিও ভাইরাল)
অন্যদিকে গুজরাটে মোট ১৫২ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে।১২১ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন তামিলনাড়ুতে। সবমিলিয়ে ভারতে মোট কোভিড রোগীর সংখ্যা ৩ কোটি ৪৯ লাখ ৬০ হাজার ২৬১ জন। গত ২৪ ঘণটায় দেশজুড়ে মারণ ভাইরাসে আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ৩৭ হাজার ৩৭৯ জন। একই দিনে করোনাকে হারিয়ে বাড়িতে ফিরেছেন ১১ হাজার সাত জন। একদিনে করোনার বলি ১২৪ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে সুস্থতার হার ৩.২৪ শতাংশ। এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ১ লাখ ৭১ হাজার ৮৩০। এতদিনে করোনাকে জয় করেছেন ৩ কোটি ৪৩ লাখ ৬ হাজার ৪১৪ জন।
করোনায় আক্রান্ত অরবিন্দ কেজরিওয়াল। এদিন সকালে নিজেই টুইটারে পোস্ট করে সংক্রমণের খবর জানান। মৃদু উপসর্গ রয়েছে তাঁর। আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি। গত কয়েকদিন দিল্লির মুখ্যমন্ত্রীর সংস্পর্শে আসা প্রত্যেককে কোভিড টেস্টের পরামর্শও দিয়েছেন।