বিগত কয়েকবছরে একাধিক বিমানবন্দরে বোমা বিস্ফোরণের হুমকি (Bomb Threat) বার্তা এসেছে। যদিও কোথাও থেকেই কোনওরকমের বিস্ফোরক উদ্ধার হয়নি। এদিকে সম্প্রতি পহেলগামে জঙ্গি হামলার পর বিমানবন্দর, পর্যটনকেন্দ্র সহ একাধিক জায়গায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। অন্যদিকে আবারও হুমকি বার্তা আসতে শুরু করেছে বিমানবন্দরগুলিতে। কয়েকদিন আগেই দিল্লি বিমানবন্দরে বিস্ফোরণ ঘটানোর মেইল এসেছিল। তবে সেই সময় কোথাও কিছু উদ্ধার হয়নি। এবার উত্তরপ্রদেশের আগ্রা ও কর্ণাটকের হুব্বালিতে একইভাবে এল হুমকি মেইল।

বিমানবন্দরে মেলেনি কোনও বিস্ফোরক

জানা যাচ্ছে, roadkill@atomicmail.io এবং kyokill@atomicmail.io এই দুইটি আইডি থেকে রবিবার রাত সোমবারে হুমকি মেইল আসে। যেখানে দাবি করা হয়েছে বিমানবন্দরের মধ্যে লুকানো রয়েছে বিস্ফোরক। এমনকী আগ্রায় একটি ব্যাগপ্যাকের মধ্যে বিস্ফোরক রয়েছে বলে নির্দিষ্টভাবে বলাও হয়েছে। তারপরেই শুরু হয় তল্লাশি অভিযান। যদিও এই অভিযানে কিছুই উদ্ধার হয়নি। তবে হুমকি মেইলের কথা ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হন অনেকে। তবে বন্দরের নিরাপত্তা আধিকারিক এবং স্থানীয় পুলিশ প্রশাসন নিশ্চিত করেছে যে কোথাও কোনও বিস্ফোরক নেই।

তবে তারপরেও বিমানবন্দরের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাড়ানো হয়েছে নজরদারি। সন্দেহজনক কিছু পেলেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আসলে চলতি মাসেই ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে, যার জেরে এভিয়েশন ইন্ডাস্ট্রি এখন প্রশ্নের মুখে। গুজরাটের এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা মৃত্যু হয়েছে ২৪১ জন যাত্রী, বিমানকর্মী। সবমিলিয়ে মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে ২৬০-এর ও বেশি।