নয়াদিল্লিঃ ফের ভূমিকম্পে(Earthquake)কেঁপে উঠল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ(Andaman and Nicobar Islands)। সোমবার রাতে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৩। তবে এই ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি এখনও পর্যন্ত। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে, সোমবার রাত ১২টা ১১ মিনিটে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০ হাজার কিলোমিটার গভীরে। যদিও এই ভূমিকম্পের জন্য আন্দামান ও নিকোবর
দীপপুঞ্জ জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ফের ভূমিকম্পে কাঁপল আন্দামান , কম্পনের মাত্রা ৬.৩
উল্লেখ্য, চলতি বছরে বেশ কয়েকবার আন্দামানে হানা দিল ভূমিকম্প। আসলে আন্দামান ও সংলগ্ন দীপপুঞ্জগুলি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ হওয়ায় বারবার ভূমিকম্পের সম্ভাবনা তৈরি হয়। গত শনিবারও আন্দামান সাগরে হানা দেয় ভূমিকম্প। এদিন সন্ধ্যায় সাড়ে ৬টা নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯। ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।
মধ্যরাতে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প হানা, কম্পনের মাত্রা কত?
EQ of M: 6.3, On: 29/07/2025 00:11:50 IST, Lat: 6.82 N, Long: 93.37 E, Depth: 10 Km, Location: Bay of Bengal.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/QZdzAeIift
— National Center for Seismology (@NCS_Earthquake) July 28, 2025