Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ টাকার বিনিময়ে যৌন (Sex)মিলন। প্রাপ্য টাকা নিয়ে বচসার জেরে মহিলাকে খুন (Murder)করল যুবক। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের (Hyderabad)মেদচালের(Medchal) কাছে  মুনিরাবাদ গ্রামে। জানা গিয়েছে, হায়দরাবাদের কুশাইগুড়ায় দিনমজুরের কাজ করতেন নিহত মহিলা। সেখানেই এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তাঁর। সে একটি নির্মীয়মাণ সাইটে পাথর কাটার কাজ করত। পরিচয় হওয়ার পর নিহত মহিলাকে যৌন মিলনের প্রস্তাব দেয় সে। টাকার বিনিময়ে তাতে রাজি হন ওই মহিলা। এরপর প্রাপ্য টাকা দিতে বেঁকে বসে ওই যুবক। এই নিয়ে দু'জনের মধ্যে বচসা বাঁধে।

খুন করে মহিলার দেহ পুড়িয়ে দিল যুবক

রবিবার মেদচালের মুনিরাবাদ গ্রামে এক আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন ওই মহিলা। তাঁর পিছু নেয় অভিযুক্ত। এরপর ওই মহিলাকে খুন করে সে। এরপর দেহ পুড়িয়ে দেয়। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। এরপর তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, নিহত মহিলা বোধানের বাসিন্দা। বিবাহিত তিনি। কিন্তু বিগত ৬ মাস ধরে স্বামীর সঙ্গে থাকছিলেন না তিনি। অন্যদিকে অভিযুক্ত যুবক করিমনগরের বাসিন্দা। হায়দরাবাদে কাজের সূত্রে আলাপ হয় দু'জনের। গোটা ঘটনার তদন্ত করছে তেলেঙ্গানা পুলিশ।

 প্রাপ্য টাকা নিয়ে বচসার জেরে মহিলাকে খুন যুবকের