বৃহস্পতিবার সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল বিহারের (Bihar) শেখপুরায়। এক মালবাহী লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল এক শ্রমিকের। দুর্ঘটনার পর থেকে পলাতক চালক। অন্যদিকে ক্ষুব্ধ জনতা ভাঙচুর করে আগুন ধরিয়ে দিল ট্রাকে। এরপর দেহ আটকে দীর্ঘক্ষণ সড়ক অবরোধ করে। ঘটনাস্থলে পুলিশ এসেো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তুলে দেওয়া হয় অবরোধ। দেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এবং গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার কারণে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। যদিও ঘাতক লরি চালক এখনও পলাতক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

গাড়ি ছেড়ে পালিয়ে যায় চালক

জানা যাচ্ছে, এদিন সকালে সাইকেলে করে রাজমিস্ত্রির কাজে যাচ্ছিলেন এক ব্যক্তি। তখনই পেছন থেকে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই সাইকেলে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাইকেলে থাকা আরোহী পড়ে যাওয়ার পরও লরিটি চলছিল। যেকারণে পেছনের চাকার পিষে যায় ওই ব্যক্তির দেহ। কিছুটা দূরে গিয়ে গাড়ি থামলে দেহটি চাকার বাইরে ছিটকে পড়ে যায়। তখন ট্রাক চালক বিপদ বুঝে গাড়ি ছেড়ে পালিয়ে যায়।

এদিকে ক্ষুব্ধ জনতা গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পুলিশসূত্রে খবর, যাঁরা গাড়িতে আগুন ধরিয়েছিল, তাঁদের মধ্যে ২-৩ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। সেই সঙ্গে ঘাতক লরি চালকেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনার পর শোকস্তব্ধ মৃতের পরিবার।