Representational Image (Photo Credit: X)

লাগেজ ব্যাগ থেকে উদ্ধা্র নরকঙ্কাল। রবিরার সকালে পঞ্জাবের চণ্ডিগড়ে (Chandigarh) সেক্টর ৪৪ এলাকার এক জঙ্গলের ভেতর থেকে উদ্ধার হয়েছে ব্যাগটি। প্রথমে পথচারীরা ব্যাগটি দেথে স্থানীয় থানায় খবর দেয়। এরপর ঘটনাস্থলে পুলিশ ব্যাগটি থুলে করে হাড়গোড় উদ্ধার করে। ব্যাগটি খতিয়ে দেখে একজোড়া জুতো ও একটি আধার কার্ড উদ্ধার করে। পরিচয়পত্র অনুযায়ী উদ্ধার হওয়ার নরকঙ্কালের নাম রাজেন্দ্র বর্মা, বয়স ৫০ বছর। দেহ উদ্ধারের পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পথচারীরা দেহ উদ্ধার করে

জানা যাচ্ছে, এদিন সকালে কয়েকজন পথচারীরা ওই ব্যাগটি প্রথমে দেখতে পায়। কাছে যেতে দুর্গন্ধ পান তাঁরা। যার ফলে ব্যগটি দেখে তাঁদের সন্দেহ হওয়ায় থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে ব্যাগটি খুলতেই কঙ্কাল উদ্ধার হয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। খবর দেওযা হয় ফরেন্সিক বিভাগেও। আধিকারিকরা এসে ঘটনার তদন্ত শুরু করেছে।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছেন, কঙ্কালটি বেশিদিনের পুরোনো নয়। দেহটি রাসায়নিক দিয়ে পুরিয়ে কঙ্কাল বের করা হয়েছে বলে দাবি করছে তদন্তকারী আধিকারিকরা্। যদিও মৃতের নাম আদৌ রাজেন্দ্র বর্মা কিনা, সেটা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই যাঁর আধার কার্ড উদ্ধার হয়েছে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সেই সঙ্গে এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।