পঞ্জাবে ক্রমশই বাড়ছে দুষ্কৃতি তাণ্ডব। দিনকয়েক আগে অমৃতসরে (Amritsar) একটি দোকানে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালায় তিন যুবক। সেই ঘটনায় অভিযুক্তদের গুলির ঘায়ে এক ব্যক্তি আহত হয়েছিলেন। এই ঘটনার তদন্তে নেমে গত মঙ্গলবার পুলিশ এনকাউন্টার অভিযান শুরু করে। আর তাতেই গ্রেফতার হয় চক্রের মূল অভিযুক্ত। এখনও পর্যন্ত এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা সকলেই বিল্লা অর্জানমাঙ্গা ও ডোনি বেল গ্যাংয়ের সদস্য বলে জানা যাচ্ছে।
দুষ্কৃতিদের গুলিতে আহত এক
পুলিশসূত্রে খবর সপ্তাহখানেক ধরেই অমৃতসরে এক ব্যবসায়ীকে টাকার দাবিতে হুমকি ফোন আসছিল। এরমধ্যেই চলতি সপ্তাহে তাঁর দোকানে হানা দেয় তিন দুষ্কৃতি। তাঁদের সঙ্গে বচসায় জড়ায় দোকানের মালিক ও কর্মী। তখনই দুষ্কৃতিদের বন্দুকের গুলিতে আহত হন এক কর্মী। এই ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়।
গ্রেফতার অভিযুক্ত
এদিকে ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আহত কর্মীকে তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। অন্যদিকে অভিযোগ পেয়ে পুলিশও তদন্ত শুরু করে। ইতিমধ্যেই অভিযুক্তদের মধ্যে দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ। যদিও নিখোঁজ ছিল মূল অভিযুক্ত। অবশেষে মঙ্গলবার জনদিয়ালা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।