একাধিক ধর্ষণের মামলায় অভিযুক্ত ব্যক্তি (ছবিঃX)

নয়াদিল্লিঃ নাবালিকাকে(Minor Girl) ধর্ষণের(Rape) দায়ে ১০ বছর জেলে ছিল। ছাড়া পেয়ে ফের এক নাবালিকাকে ধর্ষণ করার অপরাধে ফাঁসির সাজা দেয় নিম্ন আদালত। কিন্তু প্রক্রিয়াগত সমস্যার কারণে তা খারিজ হয়ে যায়। ফলে ছাড়া পেয়ে যায় অভিযুক্ত। এবার সেই অভিযুক্তকেই ফের নাবালিকাকে ধর্ষণের মামলায় গ্রেফতার করল মধ্যপ্রদেশ পুলিশ। মধ্যপ্রদেশের নরসিংহগড় এলাকার এক ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই কুখ্যাত ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে, গত ২ ফেব্রুয়ারি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় ওই নাবালিকা। পরের দিন বাড়ির অদূরেই একটি জঙ্গলের মধ্য থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়। এরপর শারীরিক পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মেলে। গত ৮ ফেব্রুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ১১ বছরের ওই নাবালিকার। এরপরই থানায় ধর্ষণের মামলা রুজু করে নির্যাতিতার পরিবার।

মধ্যপ্রদেশে নাবালিকাকে ধর্ষণের মামলায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

তদন্তে নেমে ৪৬টি জায়গার ১৩৬টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করেন তদন্তকারীরা। এক অটোচালকের থেকে পুলিশ অভিযুক্তের বিষয়ে আরও তথ্য পায়। অভিযুক্তের খোঁজে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ পর্যন্ত তাঁর পিছু নেয় পুলিশ। গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল মহাকুম্ভে পুণ্য স্নানে গিয়েছে অভিযুক্ত। মধ্যপ্রদেশের ৭৫ জন পুলিশকর্মী ১৬টি দলে ভাগ হয়ে অভিযান চালান। শেষমেশ জয়পুরগামী একটি ট্রেন থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে । পুলিশ সূত্রে খবর, প্রথম ২০০৩ সালে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয় এই অভিযুক্ত। দশ বছর জেলে কাটিয়ে ২০১৩ সালে ছাড়া পায় সে। এরপর ২০১৪ সালে ফের ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

 একের পর এক শিশুকে ধর্ষণ, অবশেষে গ্রেফতার 'সিরিয়াল ধর্ষক'