মেঘভাঙা বৃষ্টি, কাদার স্রোতে তছনছ উত্তরাখণ্ডের উত্তরকাশী (Uttarkashi)। বিগত কয়েকদিন ধরে এই ছবি সমাজমাধ্যমে ঘুরে যাচ্ছে এমনই দৃশ্য। তবে এখনও উত্তরকাশীর পরিস্থিতি একেবারেই উন্নত হয়নি। এখনও বিভিন্ন জায়গায় ভূমিধসের মতো ঘটনা ঘটছে। যার ফলে উদ্ধারকাজেও লেগে যাচ্ছে সময়। শুক্রবার সকালে উত্তরকাশীর গাগনানী ব্রিজের একাংশ ভেঙে পড়ে। যার ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মীরা। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

উদ্ধার করা হচ্ছে পর্যটকদের

এদিকে ধরালী, হরশীলতে এখনও জারি রয়েছে উদ্ধারকাজ। শুক্রবার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে একাধিক পর্যটককে। ধরালীতে এক মহিলাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে একাধিক পর্যটক হরশীলের হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। তাঁদেরও ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনাস্থলে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন ভারতীয় সেনা, বায়ুসেনা, আইটিবিপি, এনডিআরএফ, এসডিআরএফের জওয়ানরা।

দেখুন মুখ্যমন্ত্রীর বক্তব্য

পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

ঘটনাস্থলে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, পুরো শহরটি দুর্যোগের কবলে পড়েছে। ঘরবাড়ি, হোটেল, স্কুল, হাসপাতাল, হোমস্টে, রাস্তাঘাট, সেতু সবকিছু ভেঙে পড়েছে। কৃষিক্ষেত্র নষ্ট হয়েছে। বিদ্যুত, টেলিফোন পরিষেবা নষ্ট হয়েছে। ৫০০ জন পর্যটকদের মধ্যে এখনও পর্যন্ত ৪০০ জনকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্থদের সঙ্গে দেখা করে তাঁদের মনোবল বাড়ানোর চেষ্টা করছি। পরিস্থিতি স্বাভাবিক হলে শীঘ্রই মেরামতির কাজ শুরু হবে।