Maoist, Representational Image (Photo Credit: ANI)

ফের মাওবাদী নিকেশ অভিযানে মিলল বড়সড় সাফল্য। ঝাড়খণ্ডে খতম হল দুই নকশাল নেতা। আহত এক কর্মী। অন্যদিকে মাওবাদীদের গুলিতে আহত হয়েছেন এক পুলিশকর্মী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের লাতেহার থানা (Latehar Police Station) এলাকার জঙ্গল লাগোয়া এলাকায়। জানা যাচ্ছে, এদিন রাতে ওই থানাতেই আক্রমণ করার পরিকল্পনা ছিল মাওবাদীদের। কিন্তু আগে থেকে খবর পেয়ে পাল্টা হামলা চালিয়ে দেয় পুলিশের বিশেষ টিম। আর তাতেই খতম হয় দুই মাওবাদী নেতা। যাঁদের মাথার দাম ছিল মোট ১৫ লক্ষ টাকা।

থানায় হামলার ছক ছিল মাওবাদীদের

মৃত মাওবাদীদের নাম পাপ্পু লোহারা, যিনি জেজেএমপি নকশাল দলের প্রধান ছিলেন। এবং অপরজন হলেন দলেরই জোনাল কমান্ডার প্রভাত গাঞ্জু। এদের মধ্যে পাপ্পুর ওপর ১০ লক্ষ টাকা এবং প্রভাতের ওপর ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা ছিল। তবে আহত নকশাল কর্মীর নাম প্রকাশ্যে আনেননি পুলিশ আধিকারিকরা। জানা যাচ্ছে, জেজেএমপি দীর্ঘদিন ধরেই থানার হামলা চালানোর ঝক কষেছিল। কবে সম্প্রতি পুলিশের কাছে সেই খবর যায়।

ঝাড়খণ্ড পুলিশের তরফ থেকে জানানো হয়, এই হামলার কথা জানার পরই একটি কুইক রেসপন্স টিম গঠন করে লাতেহার থানার আধিকারিক। তাঁরা রাতের অন্ধকারে জঙ্গলে অভিযানে যায়। কিছুটা যেতেই মাওবাদীরা বিপদ বুঝে পুলিশের ওপর হামলা চালায়। পাল্টা আত্মরক্ষার কারণে হামলা করে পুলিশও। দুই পক্ষের গুলির লড়াইয়ের মাঝে মাওবাদীরা বিপদ বুঝে পালাতে থাকে। তখন ওই এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাতে গিয়ে উদ্ধার হয় পাপ্পু ও প্রভাতের দেহ।