দিওয়ালিতে অফিস থেকে উপহারের আসা সবাই করে। কেউ পায়, কেউ কেউ তেমন কিছু পায় না। তবে হরিয়ানার পঞ্চকুলার এক ওষুধের কোম্পানিতে কাজ করা কর্মীরা দিওয়ালির উপহারে যা পেলেন তা শুনলে চমকে ওঠার জোগাড় হবে।
এই বাজারে যেখানে বেশীরভাগ চাকরী থাকার কোনও গ্যারান্টি নেই, বেতনও সেভাবে বাড়ে না। সেখানে পঞ্চকুলার ফার্মা কোম্পানির মালিক এম.কে ভাটিয়া তার সব কর্মচারীদের দামী গাড়ি উপহার দিলেন।
দেখুন ভিডিয়ো
🚨 A pharma company owner, M.K Bhatia gifts cars to his employees ahead of Diwali in Panchkula, Haryana. pic.twitter.com/foSTsxb5Dn
— Indian Tech & Infra (@IndianTechGuide) November 4, 2023
সব কর্মীদের হাতে নিজে গাড়ির চাবি তুলে দিয়ে মালিক ভাটিয়া হাসতে হাসতে বললেন, "কর্মীরাই আমার কোম্পানির সব। ওদের জন্য আমার এত উন্নতি। তাই ওদের যাতে যাতায়াতে কোনও অসুবিধা না হয়, তাই একটা গাড়ি দিলাম। আগামী দিনে আরও বেশী কিছু দেওয়ার ইচ্ছা আছে। ওরা অনেক পরিশ্রম করছে, ভাল উপহার ওদের প্রাপ্য়।"