Arrest, Representational Images (Photo Credit: File Photo)

বিগত কয়েকদিন ধরেই ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। সপ্তাহখানেক আগে পর্যন্ত দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি চলছিল। তবে বর্তমানে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। এই অবস্থায় পঞ্জাবের সেনা ছাঁউনি থেকে কিছুটা দূরে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল হরিদ্বার পুলিশ। পেশায় দর্জি ওই ব্যক্তি বছর তিনেক আগেই ভাতিণ্ডার আর্মি ক্যান্টনমেন্ট (Bathinda Army Cantt) এলাকায় জামাকাপড়ের দোকান খুলেছিলেন। বুধবার গোপনসূত্রে্ খবর পেয়ে ওই ব্যক্তির দোকান ও বাসস্থানে তল্লাশি চালিয়ে সন্দেহজনক একাধিক নথিপত্র উদ্ধার করে পুলিশ। আর তারপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার এক পাক গুপ্তচর

জানা যাচ্ছে, অভিযুক্তকে ইকিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী দলের হাতে তুলে দিয়েছে পুলিশ। আরও তিন ভাই রয়েছে, তাঁরাও দেশের বিভিন্ন প্রান্তে দর্জির কাজ করে। তবে তাঁদের গোটা পরিবার উত্তরাখণ্ডের হরিদ্ধার এলাকায় থাকেন। ঘটনার পর অভিযুক্তের পরিবার ও তাঁর ভাইদের গতিবিধির ওপর নজর রেখেছে পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী দল। সেই সঙ্গে শত্রুপক্ষকে কোন কোন গুরুত্বপূর্ণ নথি ও তথ্য দিয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

ভারত-পাকিস্তানের সম্পর্ক

প্রসঙ্গত, পহেলগাম হামলা পর থেকেই ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরও নষ্ট হয়েছে। যদিও তার আগে থেকেই দুই দেশের মধ্যে শত্রুতা দীর্ঘদিন ধরেই চলছে। তবে পহেলগাম হামলার পর একপ্রকার যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। এই অবস্থায় দেশের মধ্যেও শত্রু লুকিয়ে রয়েছে বলে মনে করছেন অনেকে।